ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয়াতেই কি তবে ধ্বংস হবে পৃথিবী?

অাকাশ নিউজ ডেস্ক:

বেজে গিয়েছে আগমনীর সুর৷ পুজো পুজো গন্ধে মেতে উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা৷ কিন্তু তারই মাঝে মহাপ্রলয়ের মুখে পৃথিবী৷ পৃথিবীর উপরে আছড়ে পড়তে চলেছে মহাপ্রলয়৷ আজই ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী৷

পৃথিবীর শেষ দিন যে আসন্ন সেই বিষয়টি নিয়ে আগে থেকেই একটি সতর্কবার্তা ছিলই৷ ডেভিড মিডের বিখ্যাত বই ‘প্ল্যানেট এক্স: দ্য ২০১৭ অ্যারাইভাল’ বইটিতেই উঠে এসেছিল এই কঠোর সত্যিটি৷ একটি বিশাল বড় গ্রহ এসে সজোরে ধাক্কা মারবে পৃথিবীকে৷ আর তাতেই ভেঙে চুড়মার হয়ে যাবে এই পৃথিবী৷ এমনকি বাইবেল ধর্মগ্রন্থেও এর উল্লেখ রয়েছে৷

বিশেষজ্ঞদের মতে, এই দিনেই বৃহস্পতির উপরে পড়বে সূর্যের প্রভাব এবং সিংহ রাশির উপরে প্রভাব পড়বে মঙ্গল এবং বুধের৷ ৭হাজার বছরে একবার এই ধরণের পরিস্থিতি হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷

এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নানা বিতর্ক৷ যদিও এই থিওরিটি ঠিক কতটা যথাযোগ্য৷ সেটি নিয়ে সন্দেহ রয়েছে৷ নাসার তরফ থেকে এখনও এই বিষয়টি নিয়ে কোনও বক্তব্য জানানো হয়নি৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃতীয়াতেই কি তবে ধ্বংস হবে পৃথিবী?

আপডেট সময় ১০:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

বেজে গিয়েছে আগমনীর সুর৷ পুজো পুজো গন্ধে মেতে উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা৷ কিন্তু তারই মাঝে মহাপ্রলয়ের মুখে পৃথিবী৷ পৃথিবীর উপরে আছড়ে পড়তে চলেছে মহাপ্রলয়৷ আজই ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী৷

পৃথিবীর শেষ দিন যে আসন্ন সেই বিষয়টি নিয়ে আগে থেকেই একটি সতর্কবার্তা ছিলই৷ ডেভিড মিডের বিখ্যাত বই ‘প্ল্যানেট এক্স: দ্য ২০১৭ অ্যারাইভাল’ বইটিতেই উঠে এসেছিল এই কঠোর সত্যিটি৷ একটি বিশাল বড় গ্রহ এসে সজোরে ধাক্কা মারবে পৃথিবীকে৷ আর তাতেই ভেঙে চুড়মার হয়ে যাবে এই পৃথিবী৷ এমনকি বাইবেল ধর্মগ্রন্থেও এর উল্লেখ রয়েছে৷

বিশেষজ্ঞদের মতে, এই দিনেই বৃহস্পতির উপরে পড়বে সূর্যের প্রভাব এবং সিংহ রাশির উপরে প্রভাব পড়বে মঙ্গল এবং বুধের৷ ৭হাজার বছরে একবার এই ধরণের পরিস্থিতি হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷

এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নানা বিতর্ক৷ যদিও এই থিওরিটি ঠিক কতটা যথাযোগ্য৷ সেটি নিয়ে সন্দেহ রয়েছে৷ নাসার তরফ থেকে এখনও এই বিষয়টি নিয়ে কোনও বক্তব্য জানানো হয়নি৷