অাকাশ আইসিটি ডেস্ক:
৫১ বছর বয়সে পড়াশোনা শুরু করলেন নকিয়া করপোরেশনের চেয়ারম্যান রিসটো সিলাসমা। বিষয়টি হচ্ছে, এখনকার যুগের সবচেয়ে আলোচিত বিষয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। বিশ্বের অন্যতম কারিগরি উদ্ভাবনী প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি নিয়ে আরো বেশি জানতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত এআই প্রোগ্রামিং-বিষয়ক কয়েকটি অনলাইন কোর্সে ভর্তি হয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সকে এক ই-মেইল বার্তায় রিসটো বলেছেন, ‘এআই বিষয়ে আমার খুব গভীর জানাশোনা নেই—এটা বুঝতে পারছি। ৩০ বছর পর আবার প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করতে ফিরে যাচ্ছি।’ সাম্প্রতিক সময়ে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স স্বাস্থ্য, আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায় মনোযোগ কাড়তে শুরু করেছে। বিভিন্ন সমস্যা সমাধানে তথ্য বিশ্লেষণসহ নানা কাজে অ্যালগরিদম ব্যবহার করা হচ্ছে। নকিয়া এ ক্ষেত্রে পিছিয়ে থাকতে চায় না। উন্নত সফটওয়্যার তৈরি করে তথ্য বিশ্লেষণ করতে চায় প্রতিষ্ঠানটি।
বিশ্বের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক যন্ত্রাংশ নির্মাতা হিসেবে রূপান্তরে জন্য প্রশংসা কুড়িয়েছেন রিসটো সিলাসমা। ২০১৪ সালে মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয় নকিয়া। মাইক্রোসফটের কাছে গিয়েও নকিয়া ব্র্যান্ডটি মোবাইল ফোন ব্যবসায় পিছিয়ে পড়ে। সম্প্রতি ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবালের হাত ধরে নকিয়ার নামটি আবার ফিরে এসেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























