অাকাশ নিউজ ডেস্ক:
হাল ফ্যাশনের ফাঁদে পরে বর্তমানে নানা ধরনের পোশাক পরে থাকে অনেকে৷ কিন্তু এটা কখনও ভেবে দেখেছেন একটি বড় আকারের ‘বো’ দিয়ে সম্পূর্ণ একটি পোশাক তৈরি হতে পারে? হতেই পারে…
করে দেখিয়েছে, ই-কমার্স সাইট ASOS৷ তারা নিয়ে এমন একটি আকর্ষনীয় ‘বো’ যা নিজেই একটি পূর্নাঙ্গ পোশাক৷ নাম ‘Unwrap Me’ body bow৷ পোশাকটির ডিজাইনার ব্রিটিশ ব্র্যান্ড ব্লু-বেল্লে৷ পোশাকটিতে রয়েছে একটি রিবন৷ যা বুকের কাছ দিয়ে বাঁধা৷ পুরো পোশাকটির ডিজাইন ইংরেজির ‘জি’ টাইপের মতো৷ ডিজাইনার ব্র্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বো টি বিভিন্ন কৌশলে পরা যাবে৷
মির্মাতা সংস্থা ASOS জানিয়েছে, সাদার পাশাপাশি,লাল ও কালো রঙেও পাওয়া যাচ্ছে এই পোশাক৷ তবো বো গুলির সাইজ নিয়ে কোনও প্রকারে ঝক্কিতে যায়নি রাজ্য৷য
আকাশ নিউজ ডেস্ক 
























