ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

২৭ বছরের ক্যারোলিনকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করলেন ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হতে চলেছেন ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট। শনিবার (১৬ নভেম্বর) বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নব–নির্বাচিত ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদের জন্য ক্যারোলিনের নাম ঘোষণা করেছেন। বলা হচ্ছে, তিনিই হবেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি।

বিবিসির প্রতিবেদন অনুসারে, এরআগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির রেকর্ডধারী ছিলেন রন জিগলার। ১৯৬৯ সালে ২৯ বছর বয়সে তিনি এ পদে নিযুক্ত হন।

যদিও ট্রাম্প তার সিদ্ধান্ত সম্পর্কে আরও বিশদ তথ্য প্রদান করেননি, তবে মনে করা হচ্ছে, প্রশাসন পুনর্গঠনে ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গি নতুন প্রতিভা এবং নতুন নেতৃত্ব তৈরির মনোনিবেশ।

সামাজিকমাধ্যমে শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, ক্যারোলিন কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন। আমরা আবার আমেরিকাকে মহান করে তুলব। ক্যারোলিন স্মার্ট, দৃঢ় এবং একজন অত্যন্ত কার্যকর যোগাযোগকারী হিসেবে প্রমাণিত হয়েছেন’।

মাত্র ২৭ বছর বয়সে, লেভিটের নিয়োগ ইঙ্গিত দেয় ট্রাম্প হয়তো তরুণ, আরও উদ্যমী ভোটারদের কাছে আবেদন জানাতে চান বা তিনি জনসাধারণের সঙ্গে যোগাযোগের একটি নতুন শৈলি খুঁজছেন। রিপাবলিকান দলের নীতি বাস্তবায়ন এবং সংবাদমাধ্যমে ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনামূলক বর্ণনার বিরুদ্ধে কাজ করবেন লেভিট।

আগামী বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বগ্রহণের মধ্য দিয়ে বর্তমান প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরের স্থলাভিষিক্ত হবেন ক্যারোলিন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি হিসেবে কারিন হোয়াইট হাউসে দায়িত্ব পান ২০২২ সালের ১৩ মে। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের শুরু থেকেই হোয়াইট হাউসের ডেপুটি প্রস সেক্রেটারি হিসেবে দায়িত্বপালন করছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া ভাট

২৭ বছরের ক্যারোলিনকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করলেন ট্রাম্প

আপডেট সময় ০২:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হতে চলেছেন ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট। শনিবার (১৬ নভেম্বর) বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নব–নির্বাচিত ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদের জন্য ক্যারোলিনের নাম ঘোষণা করেছেন। বলা হচ্ছে, তিনিই হবেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি।

বিবিসির প্রতিবেদন অনুসারে, এরআগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির রেকর্ডধারী ছিলেন রন জিগলার। ১৯৬৯ সালে ২৯ বছর বয়সে তিনি এ পদে নিযুক্ত হন।

যদিও ট্রাম্প তার সিদ্ধান্ত সম্পর্কে আরও বিশদ তথ্য প্রদান করেননি, তবে মনে করা হচ্ছে, প্রশাসন পুনর্গঠনে ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গি নতুন প্রতিভা এবং নতুন নেতৃত্ব তৈরির মনোনিবেশ।

সামাজিকমাধ্যমে শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, ক্যারোলিন কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন। আমরা আবার আমেরিকাকে মহান করে তুলব। ক্যারোলিন স্মার্ট, দৃঢ় এবং একজন অত্যন্ত কার্যকর যোগাযোগকারী হিসেবে প্রমাণিত হয়েছেন’।

মাত্র ২৭ বছর বয়সে, লেভিটের নিয়োগ ইঙ্গিত দেয় ট্রাম্প হয়তো তরুণ, আরও উদ্যমী ভোটারদের কাছে আবেদন জানাতে চান বা তিনি জনসাধারণের সঙ্গে যোগাযোগের একটি নতুন শৈলি খুঁজছেন। রিপাবলিকান দলের নীতি বাস্তবায়ন এবং সংবাদমাধ্যমে ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনামূলক বর্ণনার বিরুদ্ধে কাজ করবেন লেভিট।

আগামী বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বগ্রহণের মধ্য দিয়ে বর্তমান প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরের স্থলাভিষিক্ত হবেন ক্যারোলিন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি হিসেবে কারিন হোয়াইট হাউসে দায়িত্ব পান ২০২২ সালের ১৩ মে। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের শুরু থেকেই হোয়াইট হাউসের ডেপুটি প্রস সেক্রেটারি হিসেবে দায়িত্বপালন করছেন তিনি।