ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

থানা বাঁচাতে ‘সাপের’ শরণাপন্ন পুলিশ!

আকাশ নিউজ ডেস্ক:  

পুলিশকে বলা হয় সমাজের সবার রক্ষক। কিন্তু সেই পুলিশের কার্যালয় মানে খোদ থানাকে রক্ষার জন্য সাপের শরণাপন্ন হয়েছে পুলিশ সদস্যদের। তাও আসল সাপ নয়, রাবারের সাপের!

প্রশ্ন উঠতে পারে কী এমন শত্রু পুলিশের? যাকে হঠাতে রাবারের সাপের সাহায্য নিতে হচ্ছে? পুলিশের শত্রু আর কেউ নয়। বানর। আর সেই বানর তাড়াতেই এই অভিনব উপায় বেছে নিয়েছেন ভারতের কেরালা-তামিলনাড়ু সীমান্তে অবস্থিত কুম্বুমেট্টু থানার পুলিশ সদস্যরা। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গলের ভেতরে অবস্থিত ওই থানায় প্রায়ই ‘হামলা’ চালায় বানর। যাতে অতিষ্ঠ খোদ পুলিশ সদস্যরাও। আর এই ‘সন্ত্রাসীদের’ তো আর বন্দুক দিয়েও হটানো যায় না! হঠাৎ হামলে পড়া এইসব ‘সন্ত্রাসীদের’ তাড়াতে রীতিমত ‘সঙ্গীন’ হয়ে যায় সেখানকার পুলিশ সদস্যদের অবস্থা।

তাই এক অভিনব উপায় খুঁজে বের করেন তারা। চীনের তৈরি রাবারের সাপ পেঁচিয়ে রাখেন থানার বাউন্ডারির উপর। ব্যস। সেই ‘সাপের’ ভয়েই নাকি থানামুখো হচ্ছে না বেয়াড়া বানরের দল।

এ ব্যাপারে কুম্বুমেট্টুর সাব-ইন্সপেক্টর পি কে লালভাই বলেন, খানার কাছাকাছি কোথাও রাবার সাপ দেখে কোনো বানর আসতে সাহস করেনি। ‘সৈন্যদল’ তাদের আসল বলে ভুল করেছে! আমাদের বলা হয়েছিল থানার যেদিক দিয়ে দল বেঁধে প্রচুর সংখ্যক বানর ঢুকে পড়ে, সেখানে রাবারের সাপ বেঁধে রাখলে আর বানরের হুমকি থাকবে না। সেই পরীক্ষার পর আর কোনো বিপদ হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

থানা বাঁচাতে ‘সাপের’ শরণাপন্ন পুলিশ!

আপডেট সময় ১১:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

আকাশ নিউজ ডেস্ক:  

পুলিশকে বলা হয় সমাজের সবার রক্ষক। কিন্তু সেই পুলিশের কার্যালয় মানে খোদ থানাকে রক্ষার জন্য সাপের শরণাপন্ন হয়েছে পুলিশ সদস্যদের। তাও আসল সাপ নয়, রাবারের সাপের!

প্রশ্ন উঠতে পারে কী এমন শত্রু পুলিশের? যাকে হঠাতে রাবারের সাপের সাহায্য নিতে হচ্ছে? পুলিশের শত্রু আর কেউ নয়। বানর। আর সেই বানর তাড়াতেই এই অভিনব উপায় বেছে নিয়েছেন ভারতের কেরালা-তামিলনাড়ু সীমান্তে অবস্থিত কুম্বুমেট্টু থানার পুলিশ সদস্যরা। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গলের ভেতরে অবস্থিত ওই থানায় প্রায়ই ‘হামলা’ চালায় বানর। যাতে অতিষ্ঠ খোদ পুলিশ সদস্যরাও। আর এই ‘সন্ত্রাসীদের’ তো আর বন্দুক দিয়েও হটানো যায় না! হঠাৎ হামলে পড়া এইসব ‘সন্ত্রাসীদের’ তাড়াতে রীতিমত ‘সঙ্গীন’ হয়ে যায় সেখানকার পুলিশ সদস্যদের অবস্থা।

তাই এক অভিনব উপায় খুঁজে বের করেন তারা। চীনের তৈরি রাবারের সাপ পেঁচিয়ে রাখেন থানার বাউন্ডারির উপর। ব্যস। সেই ‘সাপের’ ভয়েই নাকি থানামুখো হচ্ছে না বেয়াড়া বানরের দল।

এ ব্যাপারে কুম্বুমেট্টুর সাব-ইন্সপেক্টর পি কে লালভাই বলেন, খানার কাছাকাছি কোথাও রাবার সাপ দেখে কোনো বানর আসতে সাহস করেনি। ‘সৈন্যদল’ তাদের আসল বলে ভুল করেছে! আমাদের বলা হয়েছিল থানার যেদিক দিয়ে দল বেঁধে প্রচুর সংখ্যক বানর ঢুকে পড়ে, সেখানে রাবারের সাপ বেঁধে রাখলে আর বানরের হুমকি থাকবে না। সেই পরীক্ষার পর আর কোনো বিপদ হয়নি।