অাকাশ আইসিটি ডেস্ক:
দেশের টেলিকম অপারেটর বাংলালিংক তাদের সকল মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল এই বছরের শুরুতেই। এবার এই কার্যক্রমের নতুন গতি পেল।
বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের সফররত প্রধান নির্বাহী কর্মকর্তা জন ইভস সার্লিয়ার আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, বাংলালিংক তাদের সকল বিক্রি করে দিচ্ছে। শিগগিরই টাওয়ারগুলো বিক্রির কাজ চূড়ান্ত হবে। একই সঙ্গে দেশে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ ও ডিজিটাল সার্ভিস প্রদানে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে বাংলালিংক।
টাওয়ার বিক্রির কারণ উল্লেখ করে জন ইভস সার্লিয়ার বলেন, ‘ভিওন মনে করে টেলিকম ব্যবসায়ের কর্মপন্থায় পরিবর্তন আনা প্রয়োজন। এতদিন টাওয়ারকে বাংলালিংক তাদের সম্পদ মনে করেছিল। কিন্তু এর রক্ষণাবেক্ষণ বেশি হয়ে যাওয়ায় এগুলো বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ’
টাওয়ার বিক্রির টাকা বাংলালিংক কোন খাতে ব্যয় করবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জন ইভস সার্লিয়ার বলেন,‘বাংলালিংক তাদের টাওয়ার বিক্রিত অর্থ পুনরায় বিনিয়োগ করবে। এই অর্থ স্পেকট্রাম অধিগ্রহণ, নেটওয়ার্ক ও অত্যাধুনিক ডিজিটাল সেবা প্রদানের জন্য ব্যয় হবে। ’
জন ইভস সার্লিয়া বলেন, দেশ-বিদেশি অনেক প্রতিষ্ঠান বিভিন্ন মোবাইল টাওয়ার স্থাপন ও রক্ষণাবেক্ষণ করে আসছে। এসব প্রতিষ্ঠান উন্নত সার্ভিস প্রদান করছে। ফলে টাওয়ার বিক্রি করলেও বাংলালিংকের নেটওয়ার্ক সেবার মান কমবে না বরং বাড়বে।
আকাশ নিউজ ডেস্ক 
























