আকাশ আইসিটি ডেস্ক :
গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ‘অ্যান্ড্রয়েড ১২’-এর সঙ্গে ‘অ্যামাজন অ্যাপস্টোর’ সামঞ্জস্যপূর্ণ নয় বলে ব্যবহারকারীরা অভিযোগ তুলেছিলেন। অভিযোগের মুখে সেই জটিলতার সমাধান করেছে অ্যামাজন। এখন থেকে অ্যান্ড্রয়েড ১২ থেকে ‘অ্যামাজন অ্যাপস্টোর’ অ্যাপ চালু করতে বা কোনো অ্যাপ ডাউনলোড করতে আর কোনো বিভ্রাটের মুখে পড়তে হবে না ব্যবহারকারীদের। অ্যান্ড্রয়েড অ্যাপের উপস্থিতি, ব্যবহারযোগ্যতা আর বৈচিত্র্যের বিচারে গুগলের অ্যাপ স্টোরকেই সেরা হিসাবে বিবেচনা করা হয় প্রযুক্তিসেবার বাজারে। এর বাইরে ব্যবহারকারীদের জন্য যে অল্প কয়েকটি বিকল্প রয়েছে তার মধ্যে অন্যতম অ্যামাজনের অ্যাপস্টোর। কিন্তু ডিসেম্বর মাসেই ব্যবহারকারীরা অভিযোগ তোলা শুরু করেন-অ্যান্ড্রয়েড ১২-তে ঠিকঠাক চলছে না এটি।
অ্যাপস্টোর বিভ্রাটের খবর নিশ্চিত করে এ সম্পর্কে নিজস্ব ‘কারিগরি দল অবহিত আছে’ বলে জানিয়েছিল অ্যামাজন। প্রতিষ্ঠানটি নিজস্ব ফোরামে পোস্ট দিয়েছিল, ‘অ্যান্ড্রয়েড ১২ নিয়ে আমরাও উচ্ছ্বসিত। দুর্ভাগ্যবশত আমাদের কিছু জটিলতার মুখে পড়তে হয়েছে। আমরা আপনাদের অ্যাপস্টোর ফিরিয়ে আনছি, ধৈর্য ধরার জন্য ধন্যবাদ আপনাদের।’
অ্যামাজন জানিয়েছে, ‘মোবাইল ডিভাইস অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে আপগ্রেড করেছেন এমন ব্যবহারকারীদের মধ্যে যেসব অ্যামাজন অ্যাপস্টোরের ক্রেতা অ্যাপ লঞ্চিং নিয়ে জটিলতার মুখে পড়ছিলেন তাদের জন্য একটি আপডেট উন্মুক্ত করেছি আমরা স্বয়ংক্রিয়ভাবে।
আকাশ নিউজ ডেস্ক 

























