আকাশ আইসিটি ডেস্ক :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আর্থিক প্রযুক্তি বিভাগের নির্বাহী ডেভিড মারকাস দায়িত্ব থেকে ইস্তফা নিচ্ছেন। নিজে নতুন কিছু করার প্রত্যয় নিয়ে চলতি বছরের শেষ দিনে ফেসবুক ছাড়বেন তিনি।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে ডিজিটাল মুদ্রা চালুর ক্ষেত্রে আরেকটি ধাক্কা খেল ফেসবুক। মারকাস ফেসবুকের ডিজিটাল মুদ্রা ডায়েম এবং ওয়ালেট অ্যাপ নোভি তৈরির দায়িত্বে ছিলেন। সহকর্মী স্টিফেন কাসরিয়েল তার স্থলাভিষিক্ত হচ্ছেন বলে তিনি জানিয়েছেন। এক ফেসবুক পোস্টে মারকাস বলেন, নোভি চালুর ক্ষেত্রে এখনো অনেক কিছু করার আছে। আমি এখনো আগের মতোই আমাদের লেনদেন ও আর্থিক সিস্টেমে পরিবর্তন আনার ক্ষেত্রে খুবই উদগ্রীব। তবে আমার উদ্যোক্তা ঝোঁক আমাকে প্রতিনিয়তই সেটি থেকে সরে যেতে নাড়া দিচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 

























