অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বউয়ের শোকে সাপের কামড়ে আত্মহত্যা করেছেন আরস্ল্যান ভেলভি নামের রাশিয়ান এক সর্পবিশারদ। বউ একাটেরিনা কাটিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে দ্য সানের খবরে জানা গেছে।
মৃত্যুকালে তিনি দৃশ্যটির ভিটিও চিত্র ধারণ করেছেন। সেখানে তিনি বলেন, আমি যদি মরে যাই মরবো…কিন্তু তোমার সঙ্গে কিছু সময় থাকতে চাই কাটিয়া। তোমার জন্য মোবাইলে একটা ম্যাসেজ আছে। আর এ জন্যই তোমার সাথে কিছু সময় থাকতে চাই কাটিয়া।
সাপে কামড়ানো আঙ্গুল দেখিয়ে আরস্ল্যান বলেন, দেখ তোমাকে কতটা ভালোবাসি কাটিয়া। তার আঙ্গুলে লেগে থাকা রক্ত দেখিয়ে তিনি বলেন, সুন্দর, তাই না? তিনি সকলকে বিদায় জানিয়ে বলেন, আমি বিশ্বাসই করতে পাড়ছি না এমন ঘটনা আমার জীবনে ঘটে যাচ্ছে। কিন্তু কিভাবে ঘটছে এই সব!
এরপর তিনি সাবেক বউয়ের মোবাইল নম্বর পড়ে শোনান। আরস্ল্যান বলেন, আমি এখনই মারা যাচ্ছি, বিদায়। আমি তোমাকে দেখতে পেলে খুশি হতাম কাটিয়া। ধুর,আমি আর স্থির থাকতে পারছিনা। উল্লেখ, তারই পোষা ব্ল্যাক মাম্বা নামের বিশালাকার সাপের কামড়ে আত্মহত্যা করেন আরস্ল্যান। এর আগে চিড়িয়াখানায়ও চাকরি করেছেন এই সর্পবিশারদ।
আকাশ নিউজ ডেস্ক 

























