ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলব: জামায়াত আমির হাসিনা যুগের সমাপ্তি? জয় বললেন ‘সম্ভবত তাই’ ‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের

দেশি নলেজ শেয়ারিং সোশ্যাল প্লাটফর্ম ভিওবির যাত্রা

আকাশ আইসিটি ডেস্ক :  

ভিন্ন ভিন্ন খাতের অগ্রদূতদের মধ্যে যোগসূত্র স্থাপনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ভ্যালর অব বাংলাদেশ (ভিওবি)। এটি প্রথম বাংলাদেশি নলেজ শেয়ারিং সোশ্যাল প্লাটফর্ম। গত বুধবার ১০ ফেব্রুয়ারি রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন হয়।

ভিওবি মূলত লাইটহাউজ বাংলাদেশের একটি উদ্যোগ। এটি বিভিন্ন খাতের অগ্রদূত, করপোরেট ব্যক্তিত্ব ও শিক্ষাবিদদের মধ্যে গঠনমূলক সংলাপ অনুষ্ঠানে ভূমিকা রাখবে। এর লক্ষ্য হলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন স্তরের সমস্যা ও অগ্রাধিকারের ওপর ভিত্তি করে পুরো ইকোসিস্টেমকে ব্যবচ্ছেদ এবং পথ প্রদর্শন করা। এর মাধ্যমে ভিওবি আরো টেকসই ও উন্নত ভবিষ্যত নিশ্চিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন লাইটহাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভিওবির নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব।

অনুষ্ঠানে ভিওবির আনিস এ. খান নলেজ শেয়ারিং সোশ্যল প্লাটফর্মটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন। পরে ট্রাস্টিরা চুক্তিতে সই করেন এবং ভিওবি জার্নালের মোড়ক উন্মোচন করা হয়। এরপরে প্রশ্নোত্তর পর্ব এবং প্রতিষ্ঠাতা সদস্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আনিস এ. খান বলেন, ভিওবি তিন ধরনের নেতা নিয়ে গঠিত একটি অনন্য প্লাটফর্ম, যারা বাংলাদেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। এ ধরনগুলো হলো করপোরেট ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ। নীতি নির্ধারণে সহায়ক হিসেবে এসব নেতাদের মাঝে আরো ভাল বোঝাপড়ার তৈরির উদ্দেশ্যে চালু হওয়া এটিই প্রথম দেশীয় প্লাটফর্ম।

তিনি বলেন, এই প্লাটফর্ম কোন নীতি তৈরি করবে না। এটি নীতি নির্ধারণ সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। কারণ এই ধরনের নেতারা সাধারণত আলাদা আলাদাভাবে কাজ করে থাকেন। যখন তারা একত্রিত হবেন, তখন তারা একে অন্যের চিন্তাগুলোও নিজেদের বিবেচনায় নিবেন।

অনুষ্ঠানে আরো জানানো হয়, মহামারির মধ্যে লাইটহাউজ বাংলাদেশ কয়েকটি সিরিজে জ্ঞানগর্ভ অনলাইন সংলাপ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন খাতের শীর্ষ ব্যক্তি ও বিশেষজ্ঞদের এক প্লাটফর্মে আনতে সক্ষম হয়। এর ধারাবাহিকতায় ‘ভিওবি’ চালু করা হয়েছে।

ভিওবির প্রধান লক্ষ্য তিনটি। এগুলো হলো বিভিন্ন খাতের অগ্রদূত ও বিশেষজ্ঞদের যুক্ত করা, জাতীয় অগ্রাধিকারে আলোকপাত এবং কৌশল সুপারিশ করা।

ভিওবির ট্রাস্ট্রি বোর্ডের সদস্যরা হলেন টাইসার রিস্ক ম্যানেজমেন্টের পর্ষদ উপদেষ্টা আনিস এ. খান, একে খান গ্রুপের সিইও কেএএম মাজেদুর রহমান, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ এম কামাল, সাউথটেক গ্রুপের এমডি ও সিইও মামনুন কাদের, ডেভোটেকের চেয়ারম্যান ও সিইও রায়হান শামসি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব, পেপার রাইমের চিফ ক্রিয়েটিভ অফিসার ও এমডি এজেডএম সাইফ, সিথ্রিসিক্সটির কো-ফাউন্ডার ও এমডি মাহজাবীন ফেরদৌস, ডিজিটেকের ম্যানেজিং পার্টনার জোহেব আহমেদ, লাইটহাউজের সিইও নাজমুস আহমেদ আলবাব, বিএটিবির এমডি শেহজাদ মুনিম, ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন ইমরান রহমান, শাশা ডেনিমসের এমডি শামস মাহমুদ, ইউনিলিভার কনজ্যুমার হেলথ লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খা এবং রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান শাহরিয়ার জাহেদী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাটি লিভার থেকে কেন ক্যানসার হওয়ার ঝুঁকি তৈরি হয়, যানালেন চিকিৎক

দেশি নলেজ শেয়ারিং সোশ্যাল প্লাটফর্ম ভিওবির যাত্রা

আপডেট সময় ০৮:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১

আকাশ আইসিটি ডেস্ক :  

ভিন্ন ভিন্ন খাতের অগ্রদূতদের মধ্যে যোগসূত্র স্থাপনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ভ্যালর অব বাংলাদেশ (ভিওবি)। এটি প্রথম বাংলাদেশি নলেজ শেয়ারিং সোশ্যাল প্লাটফর্ম। গত বুধবার ১০ ফেব্রুয়ারি রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন হয়।

ভিওবি মূলত লাইটহাউজ বাংলাদেশের একটি উদ্যোগ। এটি বিভিন্ন খাতের অগ্রদূত, করপোরেট ব্যক্তিত্ব ও শিক্ষাবিদদের মধ্যে গঠনমূলক সংলাপ অনুষ্ঠানে ভূমিকা রাখবে। এর লক্ষ্য হলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন স্তরের সমস্যা ও অগ্রাধিকারের ওপর ভিত্তি করে পুরো ইকোসিস্টেমকে ব্যবচ্ছেদ এবং পথ প্রদর্শন করা। এর মাধ্যমে ভিওবি আরো টেকসই ও উন্নত ভবিষ্যত নিশ্চিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন লাইটহাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভিওবির নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব।

অনুষ্ঠানে ভিওবির আনিস এ. খান নলেজ শেয়ারিং সোশ্যল প্লাটফর্মটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন। পরে ট্রাস্টিরা চুক্তিতে সই করেন এবং ভিওবি জার্নালের মোড়ক উন্মোচন করা হয়। এরপরে প্রশ্নোত্তর পর্ব এবং প্রতিষ্ঠাতা সদস্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আনিস এ. খান বলেন, ভিওবি তিন ধরনের নেতা নিয়ে গঠিত একটি অনন্য প্লাটফর্ম, যারা বাংলাদেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। এ ধরনগুলো হলো করপোরেট ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ। নীতি নির্ধারণে সহায়ক হিসেবে এসব নেতাদের মাঝে আরো ভাল বোঝাপড়ার তৈরির উদ্দেশ্যে চালু হওয়া এটিই প্রথম দেশীয় প্লাটফর্ম।

তিনি বলেন, এই প্লাটফর্ম কোন নীতি তৈরি করবে না। এটি নীতি নির্ধারণ সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। কারণ এই ধরনের নেতারা সাধারণত আলাদা আলাদাভাবে কাজ করে থাকেন। যখন তারা একত্রিত হবেন, তখন তারা একে অন্যের চিন্তাগুলোও নিজেদের বিবেচনায় নিবেন।

অনুষ্ঠানে আরো জানানো হয়, মহামারির মধ্যে লাইটহাউজ বাংলাদেশ কয়েকটি সিরিজে জ্ঞানগর্ভ অনলাইন সংলাপ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন খাতের শীর্ষ ব্যক্তি ও বিশেষজ্ঞদের এক প্লাটফর্মে আনতে সক্ষম হয়। এর ধারাবাহিকতায় ‘ভিওবি’ চালু করা হয়েছে।

ভিওবির প্রধান লক্ষ্য তিনটি। এগুলো হলো বিভিন্ন খাতের অগ্রদূত ও বিশেষজ্ঞদের যুক্ত করা, জাতীয় অগ্রাধিকারে আলোকপাত এবং কৌশল সুপারিশ করা।

ভিওবির ট্রাস্ট্রি বোর্ডের সদস্যরা হলেন টাইসার রিস্ক ম্যানেজমেন্টের পর্ষদ উপদেষ্টা আনিস এ. খান, একে খান গ্রুপের সিইও কেএএম মাজেদুর রহমান, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ এম কামাল, সাউথটেক গ্রুপের এমডি ও সিইও মামনুন কাদের, ডেভোটেকের চেয়ারম্যান ও সিইও রায়হান শামসি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব, পেপার রাইমের চিফ ক্রিয়েটিভ অফিসার ও এমডি এজেডএম সাইফ, সিথ্রিসিক্সটির কো-ফাউন্ডার ও এমডি মাহজাবীন ফেরদৌস, ডিজিটেকের ম্যানেজিং পার্টনার জোহেব আহমেদ, লাইটহাউজের সিইও নাজমুস আহমেদ আলবাব, বিএটিবির এমডি শেহজাদ মুনিম, ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন ইমরান রহমান, শাশা ডেনিমসের এমডি শামস মাহমুদ, ইউনিলিভার কনজ্যুমার হেলথ লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খা এবং রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান শাহরিয়ার জাহেদী।