অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি ঘরোয়া পার্টিতে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছে। পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছে। টেক্সাসের প্লানো শহরে রোববার রাতে ডালাস কাউবয়েস ফুটবল ম্যাচ দেখার সময় ওই ঘটনা ঘটে।
এক প্রত্যক্ষদর্শী ফক্স নিউজকে জানান, এক নারী এবং এক পুরুষের মধ্যে বিবাদ শুরু হয়। তারা বাড়ির বাইরে দাঁড়িয়েই ঝগড়া করছিলেন। ওই নারী ফিরে যাচ্ছিলেন সে সময় বন্দুক বের করে গুলি করেন বন্দুুকধারী।
প্লানো পুলিশের মুখপাত্র ডেভিড টিলেই জানিয়েছেন, পুলিশের কাছে এই বিষয়ে রিপোর্ট করা হয়েছে। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তারা বন্দুকধারীকে ওই বাড়িতে দেখতে পেয়ে গুলি করেন।
ওই গোলাগুলির ঘটনায় দু’জন আহত হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি। বন্দুকধারী এবং নিহতদের পরিচয় বা তাদের মধ্যে কি সম্পর্ক ছিল সে বিষয়েও কিছু জানা যায়নি। এই ঘটনার তদন্ত চলছে।
আকাশ নিউজ ডেস্ক 

























