হঠাৎ ‘রক্ত’ লাল নদীর রঙ!

0
30

আকাশ নিউজ ডেস্ক:  

রাশিয়ায় একটি নদীর পানি আচমকাই লাল হয়ে গেছে। দেখলে মনে হতে পারে পানিতে রক্ত মিশে গেছে। নদীর পানি এতটাই লাল হয়ে গেছে যে তাতে নামার সাহস দেখাচ্ছে না হাঁসও। নদী দেখে আতঙ্কিত স্থানীয়রাও। সেই লাল পানির ছবি, ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দক্ষিণ রাশিয়ার এই নদীটির নাম ইসকিটিমকা। কী কারণে হঠাৎ পানির রং এমন লাল হয়ে গেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে মনে করা হচ্ছে, কোনও কারখানার বর্জ্য থেকে রাসায়নিক মিশে এমন হয়ে থাকতে পারে।

জানা গেছে, নদীটির কাছেই রয়েছে কেমেরোভো শিল্প এলাকা। স্থানীয় প্রশাসনের একাংশের ধারণা, এই এলাকায় একটি নালা দীর্ঘদিন বন্ধ ছিল। সেই নালার পানিই মিশতে শুরু করেছে নদীতে। তার থেকেই নদীর পানি এমন লাল হয়ে থাকতে পারে। তবে কোন রাসায়নিকের ফলে এমনটা হয়ে থাকতে পারে সে সম্পর্কেও কোনও কিছু জানা যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষে খোঁজ নেওয়া শুরু হয়েছে।