অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইরমা অ্যান্টিগা ও বারবুডা দ্বীপ থেকে ৫০ মাইল দূরে অবস্থান করছে। ঘণ্টায় ১৫ মাইল বেগে অগ্রসর হওয়া ইরমাকে আটলান্টিক মহাসাগরে উৎপন্ন ঝড়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী, ধ্বংসাত্মক ও প্রাণঘাতী বলে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা।
ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, সপ্তাহের শেষ নাগাদ এটি যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ফ্লোরিডায় আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৫ মাইল পর্যন্ত ওঠার আশঙ্কার কথা বলেছেন আবহাওয়াবিদরা। ফ্লোরিডা ছাড়া ঘূর্ণিঝড়টির হুমকির মধ্যে থাকা অঞ্চলগুলো হলো- পুয়ের্তো রিকো, ইউএস ও বৃটিশ ভার্জিন আইল্যান্ড, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সাবা, সেন্ট মার্টিন, সেন্ট বার্তাস।
কোনো কোনো সংবাদমাধ্যম ইরমাকে ক্যাটাগরি ৬ হারিকেনে রূপ নেওয়ার কথা বলেছে। বস্তুত ৫-এর পর ঘূর্ণিঝড়ের পরবর্তী কোনো ক্যাটাগরি নেই, এটিই সর্বোচ্চ বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার।
আকাশ নিউজ ডেস্ক 

























