অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের একটি পাবলিক লাইব্রেরিতে এক ব্যক্তি বেপরোয়া গুলি চালিয়ে দুই নারীকে হত্যা করেছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। নিউ মেক্সিকোর ক্লোবিস এর একটি পাবলিক লাইব্রেরিতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সময় সোমবার বিকেল চারটার দিকে এক ব্যক্তি অস্ত্র হাতে ঢুকে পড়ে লাইব্রেরিতে। তারপর বেপরোয়া গুলি চালায়। খবর: ওয়াশিংটন পোস্ট ও মিররের। সশস্ত্র পুলিশ দ্রুত লাইব্রেরির চারপাশ ঘিরে ফেলে এবং বিভিন্ন জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠানও চলে আসে।
ভেনেসা আগুইর নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি তার ছেলের সঙ্গে লাইব্রেরিতে ছিলেন। এক ব্যক্তিকে ফাঁকা গুলি করতে দেখি। আমরা দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করি। পুলিশ প্রধান ডগলাস ফোর্ড সংবাদ সম্মেলনে জানান, পুলিশের সঙ্গে লড়াইয়ে যেতে চায়নি অস্ত্রধারী। এরপর সে আত্মসমর্পণ করে।
আকাশ নিউজ ডেস্ক 

























