আকাশ জাতীয় ডেস্ক:
করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার ফি নতুন করে নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে সরকার অনুমোদিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে নমুনা পরীক্ষা করানো যাবে তিন হাজার ৫০০ টাকা দিয়ে। আর বাড়িতে বসে কেউ নমুনা পরীক্ষা করাতে চাইলে লাগবে আরও এক হাজার টাকা বেশি— মোট সাড়ে চার হাজার টাকা। বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
এর আগে করোনার পরীক্ষা করতে ১৩টি বেসরকারি হাসপাতাল ও ল্যাবকে অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একটি চট্টগ্রামের, বাকি ১১টিই ঢাকার। অপর একটি বগুড়ার।
অনুমোদন পাওয়া তালিকায় ঢাকার হাসপাতালের মধ্যে আছে এভারকেয়ার হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, পূর্নাভা হেলথ বাংলাদেশ লিমিটেড, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাউটেড হাসপাতাল লিমিটেড, বায়োমেড ডায়াগনস্টিক, ডিএমএফআর মলিকিউলার ল্যাব এন্ড ডায়াগনস্টিকস, ল্যাব এইড হাসপাতাল, বাংলাদেশ ইন্সটিটিউট অব হেল্থ সায়েন্স জেনারেল হাসপাতাল, কেয়ার মেডিকেল কলেজ। এ ছাড়া ঢাকার বাইরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালও শুরু করবে করোনা পরীক্ষা।
আকাশ নিউজ ডেস্ক 

























