আকাশ জাতীয় ডেস্ক :
দেশেই লিভার ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম সফল করতে হবে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিজয় সরণির রাজধানীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির ৩১তম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার উপলক্ষে অনুষ্ঠিত প্রি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি জানানো হয়।
নূরজাহান বেগম বলেন, বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম অবশ্যই সফল করতে কবে। দেশের মানুষের জন্য এই সেবা নিশ্চিত করতে হবে। সরকার এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের রোগীদের যাতে প্রতিবেশী দেশসহ দেশের বাইরে চিকিৎসা নিতে যেতে না হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। চিকিৎসক সমাজকে চিকিৎসাসেবার উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে দেশটাকে সম্মান ও মর্যাদার স্থানে সুপ্রতিষ্ঠিত করতে হবে।
উপদেষ্টা বলেন, ভারত পাঁচ হাজার আর পাকিস্তান পাঁচশ লিভার ট্রান্সপ্ল্যান্ট করে বছরে। নেপালও করে। পাকিস্তানের একজন চিকিৎসক আমাকে জানান তিনি ১২শ লিভার ট্রান্সপ্ল্যান্ট নিজে করেছেন। বর্তমানে ১২টা সেন্টারে ট্রান্সপ্ল্যান্ট তিনি করেন।
তারা পারলে আমরা কেন পারব না। উদ্যোগ নিতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে আমরা সফল হবোই।
অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম মোহছেন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ প্রমুখসহ সোসাইটির সদস্যরা ও দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















