আকাশ জাতীয় ডেস্ক :
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আপনি যদি টাকা খেয়ে ভোট দেন নেতা এসে আপনার রাস্তা খেয়ে ফেলবে। আপনার সব সুবিধা খেয়ে ফেলবে; এ কারণে আর কোনো সুবিধা পাবেন না। নেতা টাকা দিয়ে ভোট কেনার পর সে আর কোনো সুবিধা মানুষকে দেবে না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) পীরগাছায় অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ী এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আল্লাহ যদি আমাদের জিতিয়ে নিয়ে আসে তাহলে আমরা প্রত্যেকটা ইউনিয়ন এবং বড় বাজারে বোর্ডের মধ্যে লিখে দেব- কোন এলাকার কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন মন্দিরের জন্য কতটুকু বরাদ্দ আছে। আর যারা পকেট ভারি করার রাজনীতি করে, চামচামির রাজনীতি করে তাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, জেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী মোস্তাকিন বিল্লাহ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন জামায়াতের সভাপতি রাইসুল ইসলাম, সেক্রেটারি নাজমুল ইসলাম প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 























