আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
এটি একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যে, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস প্রত্যের গ্রীষ্মের আগে একটি বইয়ের তালিকা প্রকাশ করেন। তিনি চান, এই বইগুলো অন্যরা পড়ুক। তিনি পাঠকদের জন্য তার ব্লগে কয়েকটি বইয়ের এই ছোট্ট তালিকা প্রকাশ করেন। বরাবরের মতো এই গ্রীষ্মেও বইয়ের একটি তালিকা দিয়েছে বিল গেটস। তার তালিকার দশটি বই এখানে দেয়া হলো-
১. এডিথ ইভা এগারের ‘দ্য চয়েস’
বিল গেটস চান আপনি এই বইটি পড়ুন। তার মতে, বইটি মানুষকে প্রশান্তি দেবে যা এই মুহূর্তে প্রয়োজন। কারণ লেখক বইটিতে কঠিন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হয় সেটিই বর্ণনা করেছেন।
২. ডেভিড মিচেল রচিত ‘ক্লাউড অ্যাটলাস’
বিল গেটস এই বইটি পড়তে বলেছেন কারণ, বইটিতে মানবতার সর্বোত্তম ও নিকৃষ্টতম সম্পর্কে বলিষ্ঠ কাহিনী বলা হয়েছে। এটিতে আপনি মগ্ন হতে পারেন এবং বইটি পড়ার পর দীর্ঘকাল কথা বলতে পারেন। বইটিতে বিভিন্ন সময়ের এবং স্থানের ছয়টি আন্তঃসম্পর্কিত গল্প রয়েছে।
৩. বব ইগার রচিত ‘দ্য রাইড অফ আ লাইফটাইম’
বিল গেটস এই বইটিকে তার পড়া সবচেয়ে ভালো ব্যবসায়ের বই হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, যারা বিনোদনদায়ক কিছু উপভোগ করতে চান বা ব্যবসায়ের অন্তর্দৃষ্টি খুঁজছেন সবাই বইটি পড়ে আনন্দ পাবেন। বইটিতে ডিজনির সাবেক সিইও রবার্ট আইগারের যাত্রার কথা বর্ণনা করা হয়েছে।
৪. জন এম. বার এর ‘দ্য গ্রেট ইনফ্লুয়েঞ্জা’
বিল গেটস মনে করেন বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারির বিষয়ে জানা জরুরি। কারণ এই দুই ঘটনার মধ্যে ঐতিহাসিক তুলনা করতে পারি। নাম হিসাবে বোঝা যায়, এই বইটিতে ১৯১৮ সালের মহামারী সম্পর্কে আপনার প্রয়োজনীয় প্রায় সমস্ত কিছুর বিশদ বিবরণ দেয়া হয়েছে।
৫. অভিজিৎ ব্যানার্জি ও এস্থার ডুফলোর ‘গুড ইকোনোমিকস ফর হার্ড টাইমস’
বইটির লেখকরা ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। বিল গেটসের মতে তারা দুইজন স্মার্ট অর্থনীতিবিদ হিসেবে কাজ করছেন। বইটিতে ধনী দেশগুলোতে অসমতা ও রাজনৈতিক বিভাজনের বিষয়ে আলোকপাত করা হয়েছে।
৬. অ্যান্ডি পুডিকোম্বের ‘দ্য হেডস্পেস গাইড টু মেডিটেশন এন্ড মাইন্ডফুলনেস’
বিল গেটস জানিয়েছেন এই বইটি পড়ার পরই তিনি সংশয়বাদী থেকে ধ্যানের বিশ্বাসের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। বইটি সাবেক এক বৌদ্ধ সন্ন্যাসীর, এটি জটিল ধারণাগুলি বোঝার জন্য সহায়ক উপমা সরবরাহ করে।
৭. জোশুয়া ফোয়ার রচিত ‘মুনওয়াকিং উইথ আইনস্টাইন’
এই বইয়ের বিষয়ে বিল গেটস জানিয়েছেন, এই বইটির কারণে অনুভব করেন যে তিনি এখনো তার স্মৃতিশক্তির উন্নতি ঘটাতে পারেন। বইটিতে মার্কিন মেমরি চ্যাম্পিয়নশিপের বিবরণ এবং লেখক কোন কৌশল ব্যবহার করে প্রতিযোগিতাটি জিতেছেন তার বর্ণনা দিয়েছেন।
৮. গ্রামী সিমেশন রচিত ‘রসি ট্রিলজি’
অস্ট্রেলিয়ান লেখক গ্রামী সিমেশন এর এই বইয়ের সিরিজ বিল গেটসে উচ্চস্বরে হাসাতে পেরেছে।
৯. থি বুই রচিত ‘দ্য বেস্ট উই কুড ডু’
বিল গেটস জানিয়েছেন, খুব কমই গ্রাফিক উপন্যাস পড়েন। তে যেগুলো তিনি পড়েন সেগুলো আকর্ষণীয় ভিজ্যুয়াল সহ আশ্চর্য গল্পে সমৃদ্ধ। বইটিতে পিতামাতা ও শরণার্থী হওয়ার বিষয়ে বর্ণনা দেয়া হয়েছে।
১০. অ্যালি ব্রাশ রচিত ‘ হাইপারবোল এন্ড এ হাফ:
আনকমফোর্ট সিচুয়েশনস, ফ্লয়েড কপিং মেকানিজম, মায়েহেম এন্ড আদার থিংস দ্যাট হ্যাপেন্ড’
বইটিতে একগুচ্ছ হাসির পংক্তি পেয়েছেন বিল গেটস। যেগুলো তাকে আনন্দ দিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























