ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ পর্যবেক্ষণ মিশন আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা

যে কারণে আরেকজন মেসি পাবে না আগামীর বিশ্ব

আকাশ স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসি। যার পায়ের জাদুতে বুদ গোটা ফুটবল দুনিয়া। যারা বল নিয়ে তার কারিকুরি দেখেছেন বা দেখছেন, তারা সৌভাগ্যবানও বটে। কারণ, আগামীর ফুটবল বা বিশ্ব আরেকজন মেসির দেখা পাবে না। এ মন্তব্য খোদ কিংবদন্তি কোচ পেপ গার্দিওলার।

নিঃসন্দেহে বর্তমান ফুটবলের সবচেয়ে বড় তারকা মেসি। তবে তিনি তো আর একদিনে এ জায়গায় উঠে আসেননি। এখানে আসতে তাকে পোড়াতে হয়েছে বহু কাঠখড়। পিপাসিত থাকতে হয়েছে সেরা হওয়ার অদম্য তৃষ্ণায়। করতে হয়েছে কঠোর পরিশ্রম ও সাধনা। সর্বোপরি সব ধরনের লোভ-লালসার ঊর্ধ্বে উঠে বজায় রাখতে হয়েছে ন্যায়-নিষ্ঠা ও সততা।

এখনকার উঠতি খেলোয়াড়দের মধ্যে এসবের চরম অভাব দেখছেন গার্দিওলা। এমনকি সময় যত গড়াবে, ততই ফুটবলারদের মধ্যে তার পরিমাণ কমে যাবে বলে মত এ ফুটবল মস্তিষ্কের, মেসি একদম আলাদা ঘরানার খেলোয়াড়। আমরা কখনো তার মতো আর কাউকে দেখব না। আগামীর বিশ্বও এরকম ম্যাজিসিয়ানের জাদু দেখা থেকে বঞ্চিত হবে। কারণ, তার মতো কেউ হতে পারবে না।

তিনি বলেন, শুধু মাঠের খেলায় নয়, আচার-আচরণেও অনন্য মেসি। দল হেরে গেলে বা নিজে খারাপ করলে কখনো অযুহাত দেখায় না। কারও দিকে আঙুল নির্দেশ করে না। সব দায় নিজের কাঁধে নেয়। পরবর্তীতে সেই কাঁধেই দলকে টেনে তোলে। আগামীতে এর চরম সংকট দেখা দেবে।

২০০৮-২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন গার্দিওলা। তিনিই মূলত মেসিকে ঘষে-মেজে তৈরি করেন। তার অধীনেই বিশ্বসেরার খেতাব পান ছোট ম্যাজিসিয়ান।

বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব পালন করছেন গার্দিওলা। তিনি হয়তো সেই বার্তায় দিলেন, সেরা ফুটবলার হতে হলে শুধু ভালো খেললেই হয় না। পাশাপাশি আচরণেও মার্জিত হতে হয়। হতে হয় অধ্যাবসায়ী, পরিশ্রমী, সৎ ও মানসিকভাবে ভীষণ শক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট

যে কারণে আরেকজন মেসি পাবে না আগামীর বিশ্ব

আপডেট সময় ০৩:১৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসি। যার পায়ের জাদুতে বুদ গোটা ফুটবল দুনিয়া। যারা বল নিয়ে তার কারিকুরি দেখেছেন বা দেখছেন, তারা সৌভাগ্যবানও বটে। কারণ, আগামীর ফুটবল বা বিশ্ব আরেকজন মেসির দেখা পাবে না। এ মন্তব্য খোদ কিংবদন্তি কোচ পেপ গার্দিওলার।

নিঃসন্দেহে বর্তমান ফুটবলের সবচেয়ে বড় তারকা মেসি। তবে তিনি তো আর একদিনে এ জায়গায় উঠে আসেননি। এখানে আসতে তাকে পোড়াতে হয়েছে বহু কাঠখড়। পিপাসিত থাকতে হয়েছে সেরা হওয়ার অদম্য তৃষ্ণায়। করতে হয়েছে কঠোর পরিশ্রম ও সাধনা। সর্বোপরি সব ধরনের লোভ-লালসার ঊর্ধ্বে উঠে বজায় রাখতে হয়েছে ন্যায়-নিষ্ঠা ও সততা।

এখনকার উঠতি খেলোয়াড়দের মধ্যে এসবের চরম অভাব দেখছেন গার্দিওলা। এমনকি সময় যত গড়াবে, ততই ফুটবলারদের মধ্যে তার পরিমাণ কমে যাবে বলে মত এ ফুটবল মস্তিষ্কের, মেসি একদম আলাদা ঘরানার খেলোয়াড়। আমরা কখনো তার মতো আর কাউকে দেখব না। আগামীর বিশ্বও এরকম ম্যাজিসিয়ানের জাদু দেখা থেকে বঞ্চিত হবে। কারণ, তার মতো কেউ হতে পারবে না।

তিনি বলেন, শুধু মাঠের খেলায় নয়, আচার-আচরণেও অনন্য মেসি। দল হেরে গেলে বা নিজে খারাপ করলে কখনো অযুহাত দেখায় না। কারও দিকে আঙুল নির্দেশ করে না। সব দায় নিজের কাঁধে নেয়। পরবর্তীতে সেই কাঁধেই দলকে টেনে তোলে। আগামীতে এর চরম সংকট দেখা দেবে।

২০০৮-২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন গার্দিওলা। তিনিই মূলত মেসিকে ঘষে-মেজে তৈরি করেন। তার অধীনেই বিশ্বসেরার খেতাব পান ছোট ম্যাজিসিয়ান।

বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব পালন করছেন গার্দিওলা। তিনি হয়তো সেই বার্তায় দিলেন, সেরা ফুটবলার হতে হলে শুধু ভালো খেললেই হয় না। পাশাপাশি আচরণেও মার্জিত হতে হয়। হতে হয় অধ্যাবসায়ী, পরিশ্রমী, সৎ ও মানসিকভাবে ভীষণ শক্ত।