ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরো বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে শঙ্কা আছে, নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম

সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল সাপুড়ের, ভিডিও

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কালকেউটে ছোবল দিতেই সাপটাকে বজ্রমুষ্ঠিতে পাকড়ে ধরেছিল ছেলেটি। তারপর ৪০ মিনিট লড়াই। কিন্তু শেষ পর্যন্ত শেষরক্ষা হলো না। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারালেন যুবক অনিল রায়।

সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কলকাতার হলদিবাড়িতে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম জিনিউজ।

প্রতিবেশী রবি দাস বলেন, সাপ ধরে সেলফি তোলার পর সাপের মাথায় আঘাত করে অনিল রায়। এরপর কেউটে সাপ ছোবল দেয় তাকে।

গত কয়েক বছর ধরে স্বঘোষিত সর্পবিশারদ হিসেবে দাবি করা অনিল রায় এলাকায় সাপ ধরতেন। গত বুধবারও সাপ ধরে জংগলে ছেড়ে দেন তিনি।

বৃহস্পতিবার রাতে একটি কেউটে সাপকে টোটা রিকশা চাপা দেয়। সেই খবর পেয়েই দোকান ফেলে হলদিবাড়ি বটেরডাঙা এলাকা থেকে বেলতলিতে গিয়ে সাপটিকে ধরেন অনিল রায়। এরপরে সাপ গলায় পেঁচিয়ে সেলফি তুলতে থাকেন তিনি। এই যুবক সে সময় অপ্রকৃতিস্থ ছিলেন বলেও মনে করা হচ্ছে।

এলাকাবাসীরা তাকে সাপটি ছেড়ে দেয়ার অনুরোধ করেন। কিন্তু তিনি কোনো কথা না শুনে মোবাইল দিয়ে বিভিন্নভাবে বারবার ছবি তুলতে থাকেন। এ সময় সাপটির মাথায় আঘাত লাগে এবং সাপটি ছোবোল মারে অনিলকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল সাপুড়ের, ভিডিও

আপডেট সময় ০৯:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কালকেউটে ছোবল দিতেই সাপটাকে বজ্রমুষ্ঠিতে পাকড়ে ধরেছিল ছেলেটি। তারপর ৪০ মিনিট লড়াই। কিন্তু শেষ পর্যন্ত শেষরক্ষা হলো না। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারালেন যুবক অনিল রায়।

সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কলকাতার হলদিবাড়িতে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম জিনিউজ।

প্রতিবেশী রবি দাস বলেন, সাপ ধরে সেলফি তোলার পর সাপের মাথায় আঘাত করে অনিল রায়। এরপর কেউটে সাপ ছোবল দেয় তাকে।

গত কয়েক বছর ধরে স্বঘোষিত সর্পবিশারদ হিসেবে দাবি করা অনিল রায় এলাকায় সাপ ধরতেন। গত বুধবারও সাপ ধরে জংগলে ছেড়ে দেন তিনি।

বৃহস্পতিবার রাতে একটি কেউটে সাপকে টোটা রিকশা চাপা দেয়। সেই খবর পেয়েই দোকান ফেলে হলদিবাড়ি বটেরডাঙা এলাকা থেকে বেলতলিতে গিয়ে সাপটিকে ধরেন অনিল রায়। এরপরে সাপ গলায় পেঁচিয়ে সেলফি তুলতে থাকেন তিনি। এই যুবক সে সময় অপ্রকৃতিস্থ ছিলেন বলেও মনে করা হচ্ছে।

এলাকাবাসীরা তাকে সাপটি ছেড়ে দেয়ার অনুরোধ করেন। কিন্তু তিনি কোনো কথা না শুনে মোবাইল দিয়ে বিভিন্নভাবে বারবার ছবি তুলতে থাকেন। এ সময় সাপটির মাথায় আঘাত লাগে এবং সাপটি ছোবোল মারে অনিলকে।