অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের ত্রিপুরা রাজ্যে তিন মাস আটকে রেখে এক শিশুকে ১১ বার ধর্ষণ করার অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই নেতা ৫৮ বছরের বৃদ্ধ বলে জানালেও পুলিশ তার নাম প্রকাশ করেনি।
গত শনিবার খোয়াই জেলার চম্পলাই এলাকার নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) কৃষ্ণেন্দু চক্রবর্তী।
তিনি জানান, আগরতলা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরবর্তী চম্পলাইয়ে নিজ বাড়িতে আটকে রেখে ১৪ বছরের ওই শিশুটিকে ধর্ষণ করা হয়। ফেব্রুয়ারি মাস থেকে গত তিন মাসে শিশুটিকে ১১ বার ধর্ষণ করা হয় বলে জানান এসপি।
তিনি আরও জানান, একপর্যায়ে ওই বৃদ্ধের বাড়ি থেকে পালিয়ে শিশুটি সিপাহিজলা জেলার বিশালগড়ে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।
সেখানে স্বজনদের কাছে নিজের ওপর চলা সব অত্যাচারের কথা খুলে বলে শিশুটি। পর তারা পুলিশের কাছে অভিযোগ করে। এর পর ওই ধর্ষক বৃদ্ধকে গ্রেফতার করে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।
এদিকে অভিযুক্ত বৃদ্ধকে নিজেদের লোক নয় বলে দাবি করেছেন বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সাংগঠনিক সচিব অমল চক্রবর্তী। তবে বিরোধী দল সিপিএমের দাবি অভিযুক্ত ব্যক্তি হিন্দু পরিষদের ত্রিপুরা শাখারই নেতা।
শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহসভাপতি তাপস দে।
আকাশ নিউজ ডেস্ক 

























