ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

ঘরের বাজে দুর্গন্ধ তাড়াতে কার্যকরী কৌশল

আকাশ নিউজ ডেস্ক: 

ঘরে বাজে দুর্গন্ধ হতে পারে বিভিন্ন কারণে। রান্নার পরে সময় মত রান্নাঘরের বর্জ্য না ফেলা, তেল-মশলা-রান্নার দুর্গন্ধ, বাসি জামা-কাপড় বা জুতার দুর্গন্ধ ইত্যাদি। আজকাল ফ্ল্যাট বাড়িগুলোতে আলো-বাতাস চলাচলের তেমন ভালো ব্যবস্থা না থাকায় চট করে ঘরের গুমোট ভাব দূর করা যায় না। একটা কিছু শখের খাবার রান্না করলেও যেন ঘরের মাঝে আটকে থাকে পেঁয়াজ-রসুনের ঘ্রাণ।

এই গন্ধ এয়ার ফ্রেশনার দিয়েও যায় না। এয়ার ফ্রেশনার ব্যবহার করলে গন্ধটা কিছু সময়ের জন্য চাপা পড়ে ঠিকই, কিন্তু স্থায়ী হয় না। তাই আজ জানিয়ে দিচ্ছি, এয়ার ফ্রেশনারের ব্যবহার ছাড়াই ঘরের বাজে দুর্গন্ধ দূর করার অত্যন্ত সহজ একটি উপায়।

উপকরণ :
একটি হাঁড়িতে পানি
লেবু/কমলার খোসা
দারুচিনি এবং লং।

যা করবেন :
-একটি পরিষ্কার হাঁড়িতে পানি ফুটিয়ে নিন।
-পানি ফুটে গেলে তাতে বেশি পরিমাণে লেবু ও কমলার খোসা দিয়ে দিন।
-দারুচিনি, লং দিন এবং পূর্ণ আঁচে ফোটাতে থাকুন।
-কিছুক্ষণের মাঝেই মিষ্টি একটা সুগন্ধ ছড়িয়ে পড়তে শুরু করবে। ফ্যানগুলো ছেড়ে রাখুন ১০ মিনিট। ১০ মিনিট পর ফ্যান নিভিয়ে আরও ১ মিনিট জ্বাল দিন। দেখবেন কিছুক্ষণের মাঝেই ঘরে জমে থাকা দুর্গন্ধ গায়েব!

এই জ্বাল দেয়া পানি ঠাণ্ডা করে একটি স্প্রে বোতলে ভরে নিন। সাথে মিশিয়ে নিন কয়েক ফোঁটা এসেনসিয়াল অয়েল। ব্যস, তৈরি আপনার হোম মেড এয়ার ফ্রেশনার!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘরের বাজে দুর্গন্ধ তাড়াতে কার্যকরী কৌশল

আপডেট সময় ০৮:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮

আকাশ নিউজ ডেস্ক: 

ঘরে বাজে দুর্গন্ধ হতে পারে বিভিন্ন কারণে। রান্নার পরে সময় মত রান্নাঘরের বর্জ্য না ফেলা, তেল-মশলা-রান্নার দুর্গন্ধ, বাসি জামা-কাপড় বা জুতার দুর্গন্ধ ইত্যাদি। আজকাল ফ্ল্যাট বাড়িগুলোতে আলো-বাতাস চলাচলের তেমন ভালো ব্যবস্থা না থাকায় চট করে ঘরের গুমোট ভাব দূর করা যায় না। একটা কিছু শখের খাবার রান্না করলেও যেন ঘরের মাঝে আটকে থাকে পেঁয়াজ-রসুনের ঘ্রাণ।

এই গন্ধ এয়ার ফ্রেশনার দিয়েও যায় না। এয়ার ফ্রেশনার ব্যবহার করলে গন্ধটা কিছু সময়ের জন্য চাপা পড়ে ঠিকই, কিন্তু স্থায়ী হয় না। তাই আজ জানিয়ে দিচ্ছি, এয়ার ফ্রেশনারের ব্যবহার ছাড়াই ঘরের বাজে দুর্গন্ধ দূর করার অত্যন্ত সহজ একটি উপায়।

উপকরণ :
একটি হাঁড়িতে পানি
লেবু/কমলার খোসা
দারুচিনি এবং লং।

যা করবেন :
-একটি পরিষ্কার হাঁড়িতে পানি ফুটিয়ে নিন।
-পানি ফুটে গেলে তাতে বেশি পরিমাণে লেবু ও কমলার খোসা দিয়ে দিন।
-দারুচিনি, লং দিন এবং পূর্ণ আঁচে ফোটাতে থাকুন।
-কিছুক্ষণের মাঝেই মিষ্টি একটা সুগন্ধ ছড়িয়ে পড়তে শুরু করবে। ফ্যানগুলো ছেড়ে রাখুন ১০ মিনিট। ১০ মিনিট পর ফ্যান নিভিয়ে আরও ১ মিনিট জ্বাল দিন। দেখবেন কিছুক্ষণের মাঝেই ঘরে জমে থাকা দুর্গন্ধ গায়েব!

এই জ্বাল দেয়া পানি ঠাণ্ডা করে একটি স্প্রে বোতলে ভরে নিন। সাথে মিশিয়ে নিন কয়েক ফোঁটা এসেনসিয়াল অয়েল। ব্যস, তৈরি আপনার হোম মেড এয়ার ফ্রেশনার!