অাকাশ জাতীয় ডেস্ক:
কিশোরগঞ্জের তাড়াইলে কিশোরীকে উত্যক্ত করার অভিযোগে এক তরুণকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও লুৎফুন নাহার নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত যুবক পায়েল মিয়া (২১) উপজেলার বোরগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পায়েল মিয়া সোমবার বিকালে তাড়াইল উপজেলা পরিষদের স্টাফ কোয়ার্টারের নিরাপত্তাবেষ্টনীর দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে এক কিশোরীকে উত্যক্ত করে। মঙ্গলবার সন্ধ্যার আগেও সে একইভাবে ভেতরে ঢুকে বাসার জানালার কাছে অবস্থান নিয়ে ওই কিশোরীকে নানাভাবে উত্যক্ত করতে থাকে। এ বিষয়টি দেখতে পেয়ে স্টাফ কোয়ার্টারের অন্যান্য বাসিন্দারা পায়েল মিয়াকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে তাড়াইল থানার ওসি চৌধুরী মিজানুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্ত পায়েল মিয়াকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 

























