ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অচিরেই ভারতকে এস-৪০০ সরবরাহ করবে রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়া খুব শিগগিরই ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহ করবে বলে খবর দিয়েছেন রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। তিনি ভারত সফর শেষে মস্কোয় ফিরে বুধবার এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়েছেন।

এর আগে তিনি শনিবার নয়াদিল্লিতে বলেছিলেন, ভারত সকল ক্ষেত্রে বিশেষ করে সামরিক ক্ষেত্রে রাশিয়ার আরো ঘনিষ্ঠ সহযোগিতা চায়। ২০১৬ সালের অক্টোবর মাসে রাশিয়া ভারতকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে সম্মত হয়।

শত্রুর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দেয়ার লক্ষ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ব্যবস্থা থেকে একই সময়ে ৭২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে।

যেকোনো ট্যাকটিক্যাল বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আকাশে দুই থেকে ২৭ কিলোমিটার উচ্চতায় ধ্বংস করে ফেলতে পারবে এস-৪০০ ব্যবস্থা।

ভারত নিজের আকাশ প্রতিরক্ষাকে নিশ্ছিত্র করতে এই ব্যবস্থা সংগ্রহ করছে। দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে ভারতের শক্তিশালী সামরিক ও কৌশলগত সহযোগিতা বিরাজ করছে। প্রতিরক্ষা, জ্বালানী এমনকি পরমাণু প্রযুক্তির ক্ষেত্রেও ভারত রাশিয়ার ওপর নির্ভরশীল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অচিরেই ভারতকে এস-৪০০ সরবরাহ করবে রাশিয়া

আপডেট সময় ০১:৫৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়া খুব শিগগিরই ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহ করবে বলে খবর দিয়েছেন রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। তিনি ভারত সফর শেষে মস্কোয় ফিরে বুধবার এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়েছেন।

এর আগে তিনি শনিবার নয়াদিল্লিতে বলেছিলেন, ভারত সকল ক্ষেত্রে বিশেষ করে সামরিক ক্ষেত্রে রাশিয়ার আরো ঘনিষ্ঠ সহযোগিতা চায়। ২০১৬ সালের অক্টোবর মাসে রাশিয়া ভারতকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে সম্মত হয়।

শত্রুর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দেয়ার লক্ষ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ব্যবস্থা থেকে একই সময়ে ৭২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে।

যেকোনো ট্যাকটিক্যাল বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আকাশে দুই থেকে ২৭ কিলোমিটার উচ্চতায় ধ্বংস করে ফেলতে পারবে এস-৪০০ ব্যবস্থা।

ভারত নিজের আকাশ প্রতিরক্ষাকে নিশ্ছিত্র করতে এই ব্যবস্থা সংগ্রহ করছে। দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে ভারতের শক্তিশালী সামরিক ও কৌশলগত সহযোগিতা বিরাজ করছে। প্রতিরক্ষা, জ্বালানী এমনকি পরমাণু প্রযুক্তির ক্ষেত্রেও ভারত রাশিয়ার ওপর নির্ভরশীল।