আকাশ স্পোর্টস ডেস্ক:
ছক্কা মারতে ব্যাটিং দানব ক্রিস গেইলের জুড়ি নেই। আরও কত কী আমরা গেইল সম্পর্কে জানি। কিন্তু তিনি ঘুমাতে বেশ পছন্দ করেন- এটা জানা ছিল না। এ গোপন কথা ফাঁস করে দিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ম্যাচের সময়টুকু ছাড়া গেইলকে খুব একটা দেখা যায় না। অনুশীলনে সবসময় আসেন না, আসলেও অল্প একটু প্র্যাকটিস করে লা-পাত্তা। হোটেলে অবস্থানকালেও অন্যদের সাথে খুব একটা থাকেন না। রুমের বাইরে লিখে রাখেন- ডু নট ডিস্টার্ব! (বিরক্ত করো না) রুমে কী করেন গেইল!
মাশরাফি বলেছেন, আমি যতটুকু দেখেছি ওকে, সে রিল্যাক্সড থাকতে পছন্দ করে। সে সব সময় তার রুমে ঘুমাতে পছন্দ করে। এটাই হয়তো ওকে মাঠে এসে রিল্যাক্সড থাকার সুবিধা দেয়।
গেইলের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে খুলনা টাইটান্সকে আসর থেকে বিদায় করে দেওয়ার পাশাপাশি ফাইনালের পথে আরও এক পা বাড়িয়েছে রংপুর রাইডার্স।
মাশরাফি আরও বলেন, আমি গেইলকে শেষ ৮/১০ ম্যাচ ধরে দেখছি, আগেও এক সাথে খেলেছি; আমি ওকে কখনও দেখিনি মেন্টালিটি পরিবর্তন করতে বা যেদিন রান করেনি সেদিন তাড়াহুড়ো করতে। সে সব সময় শান্ত থাকে, আস্তে আস্তে তৈরি হয়ে মাঠে নামে। সব সময় এমনই থাকে।
আকাশ নিউজ ডেস্ক 

























