ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জীবন বাঁচিয়ে আজীবন ফ্রি মাছের মাথা খাওয়ার সুযোগ!

আকাশ নিউজ ডেস্ক:

অফিসের সহকর্মীদের সাথে দুপুরের খাবারের জন্য বের হয়েছিলেন চীনের নাগরিক লিউ শিংটিং। উদ্দেশ্য স্থানীয় একটি রেস্তোরাঁয় মাছের মাথা ভুনা খাওয়া।

পথের মাঝে হঠাৎ দেখলেন ওভারটেকিং করার সময় অন্য আরেকটি গাড়ী পাশের একটি লেকের মধ্যে পড়ে গেছে।

সাথে সাথে তিনিও নেমে পড়লেন কিয়ানডাও নামের সেই লেকে। গাড়ীর জানালা দিয়ে একজন গর্ভবতী নারীসহ চারজনকে উদ্ধার করলেন। নাটকীয়ভাবে জীবন বাঁচানোর এই খবর শুনে রেস্তোরাঁর মালিক তাকে সারা জীবন মাছের মাথা সরবরাহ করার ঘোষণা দেন। কিয়ানডাও লেক ডেভেলপমেন্ট গ্রুপও তার জন্য আজীবন মাছের মাথার বিল প্রদান করবে বলে ঘোষণা দিয়েছে।

                                                                লিউ শিংটিং

স্থানীয় পত্রিকা হাংঝু ডেইলিকে লিউ শিংটিং বলেন, ‘তখন আমার চিন্তা করার বা ভয় পাওয়ার একদম সময় ছিল না। প্রথমেই আমি জীবন বাঁচানোর বিষয়টা চিন্তা করি। জুতা এবং জামাকাপড় না খুলেই পানিতে ঝাঁপিয়ে পড়াটা বিপজ্জনক ছিল। কিন্তু বিষয়টা খুবই জরুরি ছিল।

‘ সূত্র : বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

জীবন বাঁচিয়ে আজীবন ফ্রি মাছের মাথা খাওয়ার সুযোগ!

আপডেট সময় ০৭:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭

আকাশ নিউজ ডেস্ক:

অফিসের সহকর্মীদের সাথে দুপুরের খাবারের জন্য বের হয়েছিলেন চীনের নাগরিক লিউ শিংটিং। উদ্দেশ্য স্থানীয় একটি রেস্তোরাঁয় মাছের মাথা ভুনা খাওয়া।

পথের মাঝে হঠাৎ দেখলেন ওভারটেকিং করার সময় অন্য আরেকটি গাড়ী পাশের একটি লেকের মধ্যে পড়ে গেছে।

সাথে সাথে তিনিও নেমে পড়লেন কিয়ানডাও নামের সেই লেকে। গাড়ীর জানালা দিয়ে একজন গর্ভবতী নারীসহ চারজনকে উদ্ধার করলেন। নাটকীয়ভাবে জীবন বাঁচানোর এই খবর শুনে রেস্তোরাঁর মালিক তাকে সারা জীবন মাছের মাথা সরবরাহ করার ঘোষণা দেন। কিয়ানডাও লেক ডেভেলপমেন্ট গ্রুপও তার জন্য আজীবন মাছের মাথার বিল প্রদান করবে বলে ঘোষণা দিয়েছে।

                                                                লিউ শিংটিং

স্থানীয় পত্রিকা হাংঝু ডেইলিকে লিউ শিংটিং বলেন, ‘তখন আমার চিন্তা করার বা ভয় পাওয়ার একদম সময় ছিল না। প্রথমেই আমি জীবন বাঁচানোর বিষয়টা চিন্তা করি। জুতা এবং জামাকাপড় না খুলেই পানিতে ঝাঁপিয়ে পড়াটা বিপজ্জনক ছিল। কিন্তু বিষয়টা খুবই জরুরি ছিল।

‘ সূত্র : বিবিসি