ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আকাশ জাতীয় ডেস্ক :

এবারের কৃষিগুচ্ছে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আজ শনিবার অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

সারাদেশে একযোগে যথারীতি দুপুর ২ টায় পরীক্ষা শুরু হয়ে নির্ধারিত ১ ঘণ্টায় পরীক্ষা শেষ হয়। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আগে থেকেই সকল প্রস্তুতি গ্রহণ করেছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

এবারের ভর্তি পরীক্ষায় মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৮৮ হাজার ২২৭ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আবেদনকারী ৮৮ হাজার ২২৭ জন শিক্ষার্থীর মধ্যে গাকৃবিতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৩৩৬ জন পরীক্ষার্থী। পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আগামী ৭ জানুয়ারির মধ্যে যেকোনো দিন। ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংশ্লিষ্ট তথ্যাদি কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইট (যঃঃঢ়ং://ধপধং.বফঁ.নফ) এ প্রকাশ করা হবে।

এদিকে, পরীক্ষা চলাকালীন পরীক্ষার কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘আলহামদুলিল্লাহ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দেশব্যাপী একযোগে নির্ধারিত সময়ে পরীক্ষা নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হয়েছে সম্মিলিত পরিকল্পনা, আন্তরিক সহযোগিতা ও সময়োপযোগী প্রস্তুতির মাধ্যমে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা গাকৃবির পরীক্ষা কেন্দ্রগুলোতে যাতায়াত সুবিধা নিশ্চিত করেছি বিশেষ বাস সার্ভিসের মাধ্যমে, তথ্য প্রাপ্তি সহজ করতে স্থাপন করেছি একাধিক তথ্যসেবা কেন্দ্র, অভ্যর্থনা কেন্দ্র, স্বাস্থ্য ও নিরাপত্তা হটলাইন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করেছি।

উল্লেখ্য, এবারের কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া ভাট

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

এবারের কৃষিগুচ্ছে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আজ শনিবার অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

সারাদেশে একযোগে যথারীতি দুপুর ২ টায় পরীক্ষা শুরু হয়ে নির্ধারিত ১ ঘণ্টায় পরীক্ষা শেষ হয়। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আগে থেকেই সকল প্রস্তুতি গ্রহণ করেছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

এবারের ভর্তি পরীক্ষায় মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৮৮ হাজার ২২৭ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আবেদনকারী ৮৮ হাজার ২২৭ জন শিক্ষার্থীর মধ্যে গাকৃবিতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৩৩৬ জন পরীক্ষার্থী। পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আগামী ৭ জানুয়ারির মধ্যে যেকোনো দিন। ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংশ্লিষ্ট তথ্যাদি কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইট (যঃঃঢ়ং://ধপধং.বফঁ.নফ) এ প্রকাশ করা হবে।

এদিকে, পরীক্ষা চলাকালীন পরীক্ষার কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘আলহামদুলিল্লাহ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দেশব্যাপী একযোগে নির্ধারিত সময়ে পরীক্ষা নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হয়েছে সম্মিলিত পরিকল্পনা, আন্তরিক সহযোগিতা ও সময়োপযোগী প্রস্তুতির মাধ্যমে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা গাকৃবির পরীক্ষা কেন্দ্রগুলোতে যাতায়াত সুবিধা নিশ্চিত করেছি বিশেষ বাস সার্ভিসের মাধ্যমে, তথ্য প্রাপ্তি সহজ করতে স্থাপন করেছি একাধিক তথ্যসেবা কেন্দ্র, অভ্যর্থনা কেন্দ্র, স্বাস্থ্য ও নিরাপত্তা হটলাইন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করেছি।

উল্লেখ্য, এবারের কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।