ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

মহাকাশে অঙ্কুরিত বরবটি-কলাইয়ের বীজ, যুগান্তকারী সাফল্য ভারতীয় বিজ্ঞানীদের

আকাশ নিউজ ডেস্ক :

মহাকাশে প্রাণের সন্ধান চলছে বহু দিন ধরেই। চলছে উদ্ভিদ ও প্রাণীদের বাঁচার অনুকূল পরিস্থিতি তৈরির চেষ্টাও। সেই গবেষণাতেই এবার যুগান্তকারী সাফল্য পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

মহাকাশে অঙ্কুরিত হল বরবটি কলাইয়ের বীজ! দিন কয়েকের মধ্যে নতুন পাতাও গজাবে, এমনটাই আশা বিজ্ঞানীদের।

গত ৩০ ডিসেম্বর পিএসএলভি সি-৬০ রকেটে করে স্পেডেক্স মহাকাশযানের সঙ্গে আটটি বরবটি-কলাইয়ের বীজ মহাকাশে পাঠিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন বা ইসরো। সেই বীজগুলো অঙ্কুরিত হওয়ায় উচ্ছ্বসিত বিজ্ঞানীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে ইসরো জানিয়েছে, বরবটি-কলাইয়ের বীজ অঙ্কুরিত হতে চার দিন সময় লাগে। সেই মতো শনিবার অঙ্কুর বেরিয়েছে ওই বীজের। শিগগিরই পাতাও গজাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

ইসরো জানিয়েছে, এই সাফল্য তাদের ‘কমপ্যাক্ট রিসার্চ মডিউল ফর অরবাইটাল প্ল্যান্ট স্টাডিজ’ (ক্রপ‌্স) মিশনের জন্য গুরুত্বপূর্ণ। এর ফলে মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি পরিস্থিতিতে উদ্ভিদের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধি সংক্রান্ত গবেষণা আরও সমৃদ্ধ হবে বলে বিশ্বাস মহাকাশ বিজ্ঞানীদের।

গত ৩০ ডিসেম্বর রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে পিএসএলভি-সি৬০ রকেটটির সফল উৎক্ষেপণ হয়। রকেটের প্রধান পেলোড হিসেবে রয়েছে দু’টি মহাকাশযান, স্পেডেক্স ১ এবং ২। এছাড়া রয়েছে ২৪টি সেকেন্ডারি পেলোড, যা ইসরোর ‘মহাকাশ ডকিং’ মিশনের গুরুত্বপূর্ণ অংশ। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দুটি মহাকাশযান— স্পেডেক্স ১ (চেজার) এবং ২ (টার্গেট) একই গতিবেগে সমান দূরত্ব পাড়ি দেওয়ার পরে প্রায় ৪৭০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে একত্রিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

মহাকাশে অঙ্কুরিত বরবটি-কলাইয়ের বীজ, যুগান্তকারী সাফল্য ভারতীয় বিজ্ঞানীদের

আপডেট সময় ১১:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

আকাশ নিউজ ডেস্ক :

মহাকাশে প্রাণের সন্ধান চলছে বহু দিন ধরেই। চলছে উদ্ভিদ ও প্রাণীদের বাঁচার অনুকূল পরিস্থিতি তৈরির চেষ্টাও। সেই গবেষণাতেই এবার যুগান্তকারী সাফল্য পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

মহাকাশে অঙ্কুরিত হল বরবটি কলাইয়ের বীজ! দিন কয়েকের মধ্যে নতুন পাতাও গজাবে, এমনটাই আশা বিজ্ঞানীদের।

গত ৩০ ডিসেম্বর পিএসএলভি সি-৬০ রকেটে করে স্পেডেক্স মহাকাশযানের সঙ্গে আটটি বরবটি-কলাইয়ের বীজ মহাকাশে পাঠিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন বা ইসরো। সেই বীজগুলো অঙ্কুরিত হওয়ায় উচ্ছ্বসিত বিজ্ঞানীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে ইসরো জানিয়েছে, বরবটি-কলাইয়ের বীজ অঙ্কুরিত হতে চার দিন সময় লাগে। সেই মতো শনিবার অঙ্কুর বেরিয়েছে ওই বীজের। শিগগিরই পাতাও গজাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

ইসরো জানিয়েছে, এই সাফল্য তাদের ‘কমপ্যাক্ট রিসার্চ মডিউল ফর অরবাইটাল প্ল্যান্ট স্টাডিজ’ (ক্রপ‌্স) মিশনের জন্য গুরুত্বপূর্ণ। এর ফলে মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি পরিস্থিতিতে উদ্ভিদের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধি সংক্রান্ত গবেষণা আরও সমৃদ্ধ হবে বলে বিশ্বাস মহাকাশ বিজ্ঞানীদের।

গত ৩০ ডিসেম্বর রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে পিএসএলভি-সি৬০ রকেটটির সফল উৎক্ষেপণ হয়। রকেটের প্রধান পেলোড হিসেবে রয়েছে দু’টি মহাকাশযান, স্পেডেক্স ১ এবং ২। এছাড়া রয়েছে ২৪টি সেকেন্ডারি পেলোড, যা ইসরোর ‘মহাকাশ ডকিং’ মিশনের গুরুত্বপূর্ণ অংশ। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দুটি মহাকাশযান— স্পেডেক্স ১ (চেজার) এবং ২ (টার্গেট) একই গতিবেগে সমান দূরত্ব পাড়ি দেওয়ার পরে প্রায় ৪৭০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে একত্রিত হবে।