ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

শরীরে দ্রুত ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে যেসব পানীয়

আকাশ জাতীয় ডেস্ক :

মানবদেহে ক্যালসিয়ামের একটি অপরিহার্য উপাদান খনিজ। শরীরের হাড় এবং দাঁত শক্তিশালী করতে তুলতে ক্যালসিয়ামের কোনো বিকল্প হয় না। এছাড়া মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য অংশের মধ্যে সুস্থ যোগাযোগ বজায় রাখতেও ক্যালসিয়াম প্রয়োজন।

পেশীর সংকোচন এবং কার্ডিওভাসকুলার ফাংশনে ক্যালসিয়ামের ভূমিকা অনস্বীকার্য। এমনকি রক্ত জমাট বাঁধা, স্বাভাবিক হৃদস্পন্দন বজায় রাখা, স্নায়ু আবেগ সঞ্চালন ইত্যাদি কাজেও প্রয়োজন এই অপরিহার্য খনিজটি। তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে দেওয়া চলবে না। আর একান্তই যদি ঘাটতি দেখা দেয়, তাহলে এই পানীয়গুলোতে চুমুক দিতে পারেন।

দুধ :

ক্যালসিয়ামের অন্যতম সেরা উৎস হল গরুর দুধ। প্রতিদিন গরুর দুধ খেলে হাড় এবং দাঁত শক্ত হয়। তবে যাদের ল্যাকটোজ ইনটলারেন্ট, অর্থাৎ দুধ সহ্য হয় না, তারা ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে গরুর দুধের বদলে আমন্ড মিল্ক, সয়া মিল্ক, ওট মিল্ক খেতে পারেন।

সবুজপাতার স্মুদি :

পালং শাকর স্মুদি খান। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। কাঁচা শাক পানিতে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিন। মিক্সিতে জল দিয়ে মিহি বেটে করে স্মুদি বানিয়ে নিন। কাঁচা শাকের স্বাদ ভালো না লাগলে, যে কোনো ফলের সঙ্গে মিশিয়ে স্মুদি বানিয়ে নিন। স্মুদিতে চিনি না দেওয়াই ভালো।

ডাবের পানি :

ক্যালসিয়ামের পরিমাণ কিছুটা থাকলেও, ডাবের পানিতে পটাশিয়াম ও ইলেক্ট্রোলাইটের থাকে। প্রাকৃতিক এই পানীয় অত্যন্ত পুষ্টিকর।

হাড়ের স্যুপ :

ডায়েটে চিকেন বা মটনের হাড়ের স্যুপ রাখুন। কিংবা স্যুপ তৈরির সময় তাতে মাংসের হাড় দিয়ে দিন। আবার নুন জলে সেদ্ধ করা হাড়ের ঝোলও খেতে পারেন। ক্যালসিয়ামের ঘাটতি কমবে।

তিলের দুধ :

তিলের বীজে স্বাভাবিকভাবেই ক্যালসিয়াম বেশি থাকে। আর তিলের বীজের দুধও ক্যালসিয়ামের ভাণ্ডার। দুধ খেতে না ইচ্ছে না হলে তিলের দুধ খান। দাঁত ও হাড় শক্ত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

শরীরে দ্রুত ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে যেসব পানীয়

আপডেট সময় ১১:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

মানবদেহে ক্যালসিয়ামের একটি অপরিহার্য উপাদান খনিজ। শরীরের হাড় এবং দাঁত শক্তিশালী করতে তুলতে ক্যালসিয়ামের কোনো বিকল্প হয় না। এছাড়া মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য অংশের মধ্যে সুস্থ যোগাযোগ বজায় রাখতেও ক্যালসিয়াম প্রয়োজন।

পেশীর সংকোচন এবং কার্ডিওভাসকুলার ফাংশনে ক্যালসিয়ামের ভূমিকা অনস্বীকার্য। এমনকি রক্ত জমাট বাঁধা, স্বাভাবিক হৃদস্পন্দন বজায় রাখা, স্নায়ু আবেগ সঞ্চালন ইত্যাদি কাজেও প্রয়োজন এই অপরিহার্য খনিজটি। তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে দেওয়া চলবে না। আর একান্তই যদি ঘাটতি দেখা দেয়, তাহলে এই পানীয়গুলোতে চুমুক দিতে পারেন।

দুধ :

ক্যালসিয়ামের অন্যতম সেরা উৎস হল গরুর দুধ। প্রতিদিন গরুর দুধ খেলে হাড় এবং দাঁত শক্ত হয়। তবে যাদের ল্যাকটোজ ইনটলারেন্ট, অর্থাৎ দুধ সহ্য হয় না, তারা ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে গরুর দুধের বদলে আমন্ড মিল্ক, সয়া মিল্ক, ওট মিল্ক খেতে পারেন।

সবুজপাতার স্মুদি :

পালং শাকর স্মুদি খান। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। কাঁচা শাক পানিতে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিন। মিক্সিতে জল দিয়ে মিহি বেটে করে স্মুদি বানিয়ে নিন। কাঁচা শাকের স্বাদ ভালো না লাগলে, যে কোনো ফলের সঙ্গে মিশিয়ে স্মুদি বানিয়ে নিন। স্মুদিতে চিনি না দেওয়াই ভালো।

ডাবের পানি :

ক্যালসিয়ামের পরিমাণ কিছুটা থাকলেও, ডাবের পানিতে পটাশিয়াম ও ইলেক্ট্রোলাইটের থাকে। প্রাকৃতিক এই পানীয় অত্যন্ত পুষ্টিকর।

হাড়ের স্যুপ :

ডায়েটে চিকেন বা মটনের হাড়ের স্যুপ রাখুন। কিংবা স্যুপ তৈরির সময় তাতে মাংসের হাড় দিয়ে দিন। আবার নুন জলে সেদ্ধ করা হাড়ের ঝোলও খেতে পারেন। ক্যালসিয়ামের ঘাটতি কমবে।

তিলের দুধ :

তিলের বীজে স্বাভাবিকভাবেই ক্যালসিয়াম বেশি থাকে। আর তিলের বীজের দুধও ক্যালসিয়ামের ভাণ্ডার। দুধ খেতে না ইচ্ছে না হলে তিলের দুধ খান। দাঁত ও হাড় শক্ত হবে।