ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

বিএসএফ ক্যাম্প নয়, শ্রীনগর বিমানবন্দরই ছিল জঙ্গিদের আসল টার্গেট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শ্রীনগর বিমানবন্দরের কাছে বিএসএফ ক্যাম্পে মঙ্গলবার সকালে জঙ্গি হামলা হয় বলে জানা যায়৷ জানা যায়, বিএসএফের ১৮২তম ব্যাটেলিয়নের প্রধান কার্য্যালয়ে হামলা চালায় জইশ ই মহম্মদের জঙ্গিরা, তবে তাদের আসল উদ্দেশ্যে ছিল বিমানবন্দরে হামলা করা৷ এই হামলায় শহিদ হন বিএসএফের সাব-ইনস্পেক্টর বি কে যাদব৷ আহত হন আরও তিন জন৷ তবে ভারতীয় নিরাপত্তা রক্ষীরাও প্রত্যুত্তরে ওই ক্যাম্পে ঢুকে তিন জঙ্গিকে খতম করে৷

সূত্র মতে, মঙ্গলবার খতম হওয়া এই তিন জঙ্গি ১১সদস্যের উস আফজল গুরু স্কোয়াডের অংশ ছিল৷ এই স্কোয়াডেরই তিন জঙ্গি এর আগে পুলওয়ামাতে পুলিশ লাইনে হামলা চালায়, যাতে ৮জন নিরাপত্তাকর্মী শহিদ হন৷ শুধু তাই নয়, দেওয়ালে তারা আফজল গুরু স্কোয়াড লিখে দেয় বলে জানান সেসময় কর্তব্যরত এক আধিকারিক৷ জানা যায়, সেই সময় থেকে বাকি জঙ্গিরা মিলিটারি, বিএসএফ, সিআরপিএফ, জম্মু-কাশ্মীরের পুলিশদের হামলা করার ছক কষতে থাকে৷

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, বিএসএফ ক্যাম্পে নয়, সাম্প্রতিক এই জঙ্গি হামলার আসল টার্গেট ছিল শ্রীনগর বিমানবন্দর৷ এর রেইকিও করে রেখেছিল আফজল গুরু স্কোয়াড৷ বিএসএফ এবং সিআরপিএফের কড়া নিরাপত্তার মধ্যে মোড়া এই বিমানবন্দরে হামলা চালাতে না পেরেই বিএসএফ ক্যাম্পে তারা হামলা চালায় বলে মনে করা হচ্ছে৷ বিমানবন্দরে ঢুকে আরও বড় ধরনের নাশকতা চালানোর ছক ছিল বলেও মনে করছে কেউ কেউ৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

বিএসএফ ক্যাম্প নয়, শ্রীনগর বিমানবন্দরই ছিল জঙ্গিদের আসল টার্গেট

আপডেট সময় ০১:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শ্রীনগর বিমানবন্দরের কাছে বিএসএফ ক্যাম্পে মঙ্গলবার সকালে জঙ্গি হামলা হয় বলে জানা যায়৷ জানা যায়, বিএসএফের ১৮২তম ব্যাটেলিয়নের প্রধান কার্য্যালয়ে হামলা চালায় জইশ ই মহম্মদের জঙ্গিরা, তবে তাদের আসল উদ্দেশ্যে ছিল বিমানবন্দরে হামলা করা৷ এই হামলায় শহিদ হন বিএসএফের সাব-ইনস্পেক্টর বি কে যাদব৷ আহত হন আরও তিন জন৷ তবে ভারতীয় নিরাপত্তা রক্ষীরাও প্রত্যুত্তরে ওই ক্যাম্পে ঢুকে তিন জঙ্গিকে খতম করে৷

সূত্র মতে, মঙ্গলবার খতম হওয়া এই তিন জঙ্গি ১১সদস্যের উস আফজল গুরু স্কোয়াডের অংশ ছিল৷ এই স্কোয়াডেরই তিন জঙ্গি এর আগে পুলওয়ামাতে পুলিশ লাইনে হামলা চালায়, যাতে ৮জন নিরাপত্তাকর্মী শহিদ হন৷ শুধু তাই নয়, দেওয়ালে তারা আফজল গুরু স্কোয়াড লিখে দেয় বলে জানান সেসময় কর্তব্যরত এক আধিকারিক৷ জানা যায়, সেই সময় থেকে বাকি জঙ্গিরা মিলিটারি, বিএসএফ, সিআরপিএফ, জম্মু-কাশ্মীরের পুলিশদের হামলা করার ছক কষতে থাকে৷

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, বিএসএফ ক্যাম্পে নয়, সাম্প্রতিক এই জঙ্গি হামলার আসল টার্গেট ছিল শ্রীনগর বিমানবন্দর৷ এর রেইকিও করে রেখেছিল আফজল গুরু স্কোয়াড৷ বিএসএফ এবং সিআরপিএফের কড়া নিরাপত্তার মধ্যে মোড়া এই বিমানবন্দরে হামলা চালাতে না পেরেই বিএসএফ ক্যাম্পে তারা হামলা চালায় বলে মনে করা হচ্ছে৷ বিমানবন্দরে ঢুকে আরও বড় ধরনের নাশকতা চালানোর ছক ছিল বলেও মনে করছে কেউ কেউ৷