অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
শ্রীনগর বিমানবন্দরের কাছে বিএসএফ ক্যাম্পে মঙ্গলবার সকালে জঙ্গি হামলা হয় বলে জানা যায়৷ জানা যায়, বিএসএফের ১৮২তম ব্যাটেলিয়নের প্রধান কার্য্যালয়ে হামলা চালায় জইশ ই মহম্মদের জঙ্গিরা, তবে তাদের আসল উদ্দেশ্যে ছিল বিমানবন্দরে হামলা করা৷ এই হামলায় শহিদ হন বিএসএফের সাব-ইনস্পেক্টর বি কে যাদব৷ আহত হন আরও তিন জন৷ তবে ভারতীয় নিরাপত্তা রক্ষীরাও প্রত্যুত্তরে ওই ক্যাম্পে ঢুকে তিন জঙ্গিকে খতম করে৷
সূত্র মতে, মঙ্গলবার খতম হওয়া এই তিন জঙ্গি ১১সদস্যের উস আফজল গুরু স্কোয়াডের অংশ ছিল৷ এই স্কোয়াডেরই তিন জঙ্গি এর আগে পুলওয়ামাতে পুলিশ লাইনে হামলা চালায়, যাতে ৮জন নিরাপত্তাকর্মী শহিদ হন৷ শুধু তাই নয়, দেওয়ালে তারা আফজল গুরু স্কোয়াড লিখে দেয় বলে জানান সেসময় কর্তব্যরত এক আধিকারিক৷ জানা যায়, সেই সময় থেকে বাকি জঙ্গিরা মিলিটারি, বিএসএফ, সিআরপিএফ, জম্মু-কাশ্মীরের পুলিশদের হামলা করার ছক কষতে থাকে৷
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, বিএসএফ ক্যাম্পে নয়, সাম্প্রতিক এই জঙ্গি হামলার আসল টার্গেট ছিল শ্রীনগর বিমানবন্দর৷ এর রেইকিও করে রেখেছিল আফজল গুরু স্কোয়াড৷ বিএসএফ এবং সিআরপিএফের কড়া নিরাপত্তার মধ্যে মোড়া এই বিমানবন্দরে হামলা চালাতে না পেরেই বিএসএফ ক্যাম্পে তারা হামলা চালায় বলে মনে করা হচ্ছে৷ বিমানবন্দরে ঢুকে আরও বড় ধরনের নাশকতা চালানোর ছক ছিল বলেও মনে করছে কেউ কেউ৷
আকাশ নিউজ ডেস্ক 
























