ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

ছয় পা বিশিষ্ট বাছুর!

আকাশ জাতীয় ডেস্ক: 

নাটোরের বড়াইগ্রামে ছয় পা বিশিষ্ট একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। বাছুরটির আটটি দুধের বাঁট ও দুটি প্রস্রাবের রাস্তা রয়েছে। বুধবার বিকালে বড়াইগ্রাম পৌরসভার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন দুলাল হোসেনের বাড়ির একটি গাভী এ অদ্ভুত আকৃতির বাছুরটি প্রসব করে।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে যায়, বাছুরটি সুস্থ আছে। খবর পেয়ে এলাকার শত শত মানুষ বাছুরটি এক নজর দেখতে সে বাড়িতে ভিড় করছেন।

গরুর মালিক দুলাল হোসেন জানান, তিনি পাঁচ বছর যাবত গাভীটি লালন পালন করছেন। বুধবার গাভীটি একটি বাচ্চা প্রসব করে। জন্মের পর দেখতে পাওয়া যায় যে, চারটি পা ছাড়াও এর পেছনের অংশে আরও দুটি পা রয়েছে। এছাড়া শারীরিক আরও কিছু ত্রুটি রয়েছে। তাই বাছুরটি দেখানোর জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাছুরটি দেখে কিছু প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে সুস্থ থাকলে বাছুরটির অপারেশনের মাধ্যমে প্রয়োজনে অন্য পাগুলো অপসারণ করা যেতে পারে বলে জানান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা বলেন, আমি বাছুরটি দেখে কিছু পরামর্শ দিয়েছি। এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি কিছুটা বড় ও সুস্থ হলে অপারেশনের মাধ্যমে অতিরিক্ত পা দুটি সরিয়ে ফেলা যাবে। তবে অপারেশন না করলেও তেমন কোনো সমস্যা হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

ছয় পা বিশিষ্ট বাছুর!

আপডেট সময় ১০:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক: 

নাটোরের বড়াইগ্রামে ছয় পা বিশিষ্ট একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। বাছুরটির আটটি দুধের বাঁট ও দুটি প্রস্রাবের রাস্তা রয়েছে। বুধবার বিকালে বড়াইগ্রাম পৌরসভার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন দুলাল হোসেনের বাড়ির একটি গাভী এ অদ্ভুত আকৃতির বাছুরটি প্রসব করে।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে যায়, বাছুরটি সুস্থ আছে। খবর পেয়ে এলাকার শত শত মানুষ বাছুরটি এক নজর দেখতে সে বাড়িতে ভিড় করছেন।

গরুর মালিক দুলাল হোসেন জানান, তিনি পাঁচ বছর যাবত গাভীটি লালন পালন করছেন। বুধবার গাভীটি একটি বাচ্চা প্রসব করে। জন্মের পর দেখতে পাওয়া যায় যে, চারটি পা ছাড়াও এর পেছনের অংশে আরও দুটি পা রয়েছে। এছাড়া শারীরিক আরও কিছু ত্রুটি রয়েছে। তাই বাছুরটি দেখানোর জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাছুরটি দেখে কিছু প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে সুস্থ থাকলে বাছুরটির অপারেশনের মাধ্যমে প্রয়োজনে অন্য পাগুলো অপসারণ করা যেতে পারে বলে জানান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা বলেন, আমি বাছুরটি দেখে কিছু পরামর্শ দিয়েছি। এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি কিছুটা বড় ও সুস্থ হলে অপারেশনের মাধ্যমে অতিরিক্ত পা দুটি সরিয়ে ফেলা যাবে। তবে অপারেশন না করলেও তেমন কোনো সমস্যা হবে না।