আকাশ আইসিটি ডেস্ক :
বেশ জনপ্রিয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। বর্তমান বাজারে সর্বোচ্চ বাজার মূল্যে লেনদেন হচ্ছে বিটকয়েন। ঠিক এর পরের অবস্থানে রয়েছে ডিজিটাল মুদ্রা ইথার। সম্প্রতি এ মুদ্রাটির বাজারমূল্য ছুঁয়েছে চার হাজার চারশ ডলার। বিটকয়েনের পরেই দ্বিতীয় জনপ্রিয় এ ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এটাই সর্বোচ্চ বাজারমূল্যে লেনদেনের ঘটনা।
এর আগে চলতি বছরের ১২ মে সর্বোচ্চ বাজারমূল্যের প্রথম রেকর্ড ছুঁয়েছিল ইথার; সে সময়ে ৪ হাজার ৩৮০ ডলারে বিকিয়েছে ইথেরিয়াম ব্লকচেইনের টোকেনগুলো। অক্টোবরের শেষ সোমবার এশিয়াকেন্দ্রিক বাজারে ৪ হাজার ৪০০ ডলার বাজারমূল্যে পৌঁছে নতুন মাইলফলক ছুঁলো ইথার। পুরো ক্রিপ্টোকারেন্সি বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা নজরে এসেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে। সেপ্টেম্বর মাসের মন্দা কাটিয়ে ইথার মুদ্রার দাম বেড়েছে ৬০ শতাংশ। তবে নতুন ডিজিটাল মুদ্রা হিসাবে বাজারে বেশ সারা ফেলে দিয়েছে ‘শিবা ইনু’। ইন্টারনেট মিম থেকে অনুপ্রাণিত মুদ্রাটির দাম অক্টোবরের শেষ সপ্তাহে বেড়েছে ১৬০ শতাংশ। আকস্মিক মূল্য বৃদ্ধির জোরে বর্তমান বিশ্বের অষ্টম বৃহত্তম ডিজিটাল মুদ্রা এখন ‘শিবা ইনু’।
আকাশ নিউজ ডেস্ক 
























