আকাশ স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তিন দিনের হোটেল কোয়ারেন্টাইন শনিবারে শেষ করেছেন টাইগার সাকিব আল হাসান। এরপরই তিনি মিরপুরে অনুশীলন করা টাইগার দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে পূর্ণ ১৯ সদস্যকে নিয়েই শনিবারে অনুশীলন করেছে বাংলাদেশ দল।
যুক্তরাষ্ট্রে থাকার কারণে দলের সঙ্গে হোটেল কোয়ারেন্টাইনে সময়মতো যোগ দিতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। মাহমুদউল্লাহদের কোয়ারেন্টাইনে যাওয়ার একদিন পরে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে উঠেন তিনি। তাই তার কোয়ারেন্টাইনপর্ব শেষও হয়েছে একদিন পরেই। আর তিনদিন হোটেল বন্দি থাকার পর আজ সোজা মিরপুরে পাড়ি জমান সাকিব।
শনিবার দুপুর ২টায় দ্বিতীয় দিনের অনুশীলন শুরু হয়। অবশ্য এর কিছুক্ষণ আগেই মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে যোগ দেন এই টাইগার অলরাউন্ডার। দলের সঙ্গে বিকাল ৫টা পর্যন্ত অনুশীলন করেন তিনি।
এদিকে সাকিবের সঙ্গে কোয়ারেন্টাইনপর্ব শেষ হয়েছে সফররত নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলেরও। সকালে নিজেদের অনুশীলন পর্বও শেষ করেছে সফরকারীরা। বাংলাদেশ সময় সকাল ১০টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করে দুপুর ১টা পর্যন্ত ব্যাট-বলে অনুশীলন প্রস্তুত করেন টম লাথাম বাহিনী।
এর আগে গত শুক্রবার সকাল ১০টার আগেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়ে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ দল প্রথম দিনের অনুশীলন করে। সেখানে ফিটনেস অনুশীলন শেষে ব্যাট-বল নিয়ে স্কিল অনুশীলনে নেমে পড়েন মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমানরা। সেদিন দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করে তারা।
প্রসঙ্গত, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি চার ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। আর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আকাশ নিউজ ডেস্ক 

























