আকাশ স্পোর্টস ডেস্ক:
পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে সফররত দক্ষিণ আফ্রিকাকে ২৫ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ১৪৩ রানে থেমেছে ক্যারিবীয়দের ইনিংস।
সিরিজের প্রথম ম্যাচে পোলার্ডরা জিতলেও পরের দুটোতে জিতে লিড নিয়েছিল টেম্বা বাভুমা বাহিনী। চতুর্থ টি-টোয়েন্টিতে আবারো সফরকারীরা জিতে ২-২ ব্যবধানে সিরিজ সমতায় আসে। ফলে শেষ ম্যাচটি ছিলো অঘোষিত ফাইনাল।
এদনি ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তাদের ব্যাটিং লাইনআপের শুরুতেই ছিল চমক। ওপেনিংয়ে কুইন্টন ডি ককের সঙ্গে নামেন অধিনায়ক টেম্বা বাভুমা। কিন্তু দলের জন্য কিছুই করতে পারেননি তিনি। ফিদেল এডওয়ার্ডের বলে আউট হওয়া পূর্বে ৩ বলে কোনো রানই তুলতে পারেননি।
অবশ্য দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। এ সময় ওপেনার কুইন্টন ডি কক এবং টপঅর্ডার ব্যাসম্যান এইডেন মারক্রাম মিলে করেন ১২৭ রানের জুটি। সেই সঙ্গে দুজনই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন। ৪২ বলে ৬০ রান করেছেন ডি কক। আর ৪৮ বলে ৭০ রানের ইনিংসটি মারক্রামের।
এরপর অবশ্য ভালো করতে পারেননি কেউই। ভ্যান ডার ডুসেন ১ রানে ফেরার পর ডেভিড মিলার এবং উইয়ান মুল্ডার মিলে ইনিংস শেষ করেন। ১৬ বলে ১৮ রানে মিলার এবং ৯ বলে ৯ রানে মুল্ডার অপরাজিত থাকেন।
ফলে ১৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি সফরকারীদের। ৩ রানে ওপেনার সিমন্স এবং ১১ রানে ক্রিস গেইল আউট হলেও তৃতীয় উইকেট জুটিতে এভিন লুইস এবং সিমরন হ্যাটমায়ার মিলে ইতিবাচক ক্রিকেটই খেলতে থাকেন।
কিন্তু ৩৪ বলে ৫২ রানে লুইস এবং ৩১ বলে ৩৩ রানে হ্যাটমায়ার আউট হলে ক্রিজে ব্যাট হাতে আর দাঁড়াতেই পারেননি কেউই। নিকোলাস পুরানের ২০ এবং কাইরন পোলার্ডের ১৩ রানের ইনিংসের পর বাকি পাঁচ ব্যাটসম্যানের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ছিল মাত্র ২ রান।
দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি উইকেট নেন লুঙ্গি এনগিদি। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন দুজন বোলার।
আকাশ নিউজ ডেস্ক 

























