আকাশ নিউজ ডেস্ক:
স্নায়ুযুদ্ধের সময়কার কথা। হঠাৎ একদিন উদয় হল এক ভলগা লিমুজিন গাড়ি। কালো রঙের এ গাড়িটি কোথা থেকে আসত, কোথায়ই বা যেত কেউ জানে না।
তবে এর সামনে পড়লে যে আর রক্ষা নেই সেটা সবাই খুব ভালো করেই জানত। আর তাই পারতপক্ষে কেউ পড়তে চাইত না গাড়িটির সামনে। বিশেষ করে শিশুরা।
অন্যথায় মৃত্যুকে নিশ্চিতভাবে বরণ করে নিতে হতো তাদের। এখন পর্যন্ত অনেক অনুসন্ধান করেও ঠিক জানা যায়নি এ রহস্যময় পর্দা দিয়ে ঢাকা গাড়িটির আসল মালিক কে আর কী তার পরিচয়। কেউ বলেন শয়তান চালাত গাড়িটি।
কেউ বা কোনো পুরোহিত বা নানের ওপর দোষটা চাপিয়ে দেন। তবে গাড়িটা যারই হোক না কেন, আতঙ্ক সবার মনে একদম পুরোপুরিই ছড়িয়ে দিতে পেরেছিল সেটা।
আকাশ নিউজ ডেস্ক 

























