আকাশ জাতীয় ডেস্ক:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), থানার ওসি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ কর্মচারীসহ ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নেত্রকোনার সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় ইউএনও, ওসি ও স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, প্রধান সহকারী, কর্মচারীসহ ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় এ রিপোর্টে পাওয়া গেছে।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. হাসিব আহসান জানান, করোনায় আক্রান্ত ইউএনও, ওসিসহ ৬ জনই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























