অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে সমঝোতার প্রস্তাব পাঠিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএস)। সিরিয়ার দেইর আয-যোরে আটকে পড়া সন্ত্রাসীদের রক্ষা করতে হিজবুল্লাহর কাছে সমঝোতার প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে আরবি দৈনিক আশ্শারকুল আওসাত।
দায়েশের একজন প্রতিনিধি এ প্রস্তাব হিজবুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। লেবানন সীমান্তে লেবাননি সেনাবাহিনী এবং আশেপাশের এলাকায় সিরিয় ও হিজবুল্লাহ যোদ্ধাদের বিজয়ের পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব পাঠানো হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, ওয়াদি মিরা-র বিভিন্ন কৌশলগত এলাকার ওপর হিজবুল্লাহ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পরপরই গতরাতে দায়েশ সমঝোতার প্রস্তাব পাঠিয়েছে । তবে হিজবুল্লাহ, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে কোনো সমঝোতায় যাবে বলে মনে করেন না বিশ্লেষকেরা।
আকাশ নিউজ ডেস্ক 
























