ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

জেলে থেকেও পুরো মাসের বেতন পেল দফতরি!

আকাশ জাতীয় ডেস্ক:

অর্থ আত্মসাৎ চেষ্টা মামলায় ১৫দিন জেল হাজতে থেকেও সরকারি বেতন-ভাতার পুরো অর্থ উঠিয়ে নিয়েছে এক স্কুল দফতরি। বাগেরহাটের শরখোলা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলামের যোগসাজশে ওই দফতরি এমন সুযোগ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মামলার বাদী, উপজেলার ধানসাগর ইউপির খেজুরবাড়িয়া এলাকার বাসিন্দা (অবসরপ্রাপ্ত শিক্ষক) শরীফ ফিরোজ-অর-রশিদ বলেন, তিনি অবসরে যাওয়ার পর ২০১৭ সালে একই এলাকার বাসিন্দা আ. ছালাম হাওলাদার ছেলে ও পার্শ্ববর্তী ১ নম্বর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি মো: সোহাগ হাওলাদার তার বাবা ও মাকে সঙ্গে নিয়ে একটি ফাঁকা চেকের অনুকূলে তার কাছ থেকে ১৫ লাখ টাকা নেয়। যা পরবর্তী তিন মাস পর পরিশোধ করার কথা।

কিন্তু এরইমধ্যে তিন বছর অতিবাহিত হলেও সোহাগ ওই টাকা পরিশোধ না করে তা আত্মসাতের চেষ্টা করেন। তাই টাকা উদ্ধারের জন্য তিনি তার এক পরিচিত অ্যাডভোকেটের সহায়তায় ২০১৯ সালের ১৭ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে সোহাগের বিরুদ্ধে একটি মামলা করেন।

ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে চলতি বছরের ১২মার্চ সোহাগকে আটক করে জেল হাজতে প্রেরণ করে শরণখোলা থানা পুলিশ। ওই মামলায় ১৫ দিন জেল খেটে জামিনে বের হয়ে আসেন তিনি।

অপরদিকে, রহস্যজনকভাবে চলতি বছরের মার্চ মাসের পুরো বেতন-ভাতার টাকা জনতা ব্যাংক শরণখোলা শাখায় সোহাগের হিসাব নম্বরে জমা হলে তা তুলে নেয় সোহাগ। সাবেক এক শিক্ষা কর্মকর্তা বলেন, নিয়ম অনুযায়ী ওই কর্মচারী সাময়িক বরখাস্ত হবে কিন্তু জীবন বাঁচাতে কিছু টাকা পাবেন তিনি । তবে, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা জড়িত তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না । কারণ মামলার বিষয়টি তিনি না জেনেও ওই কর্মচারীর বিলে স্বাক্ষর করতে পারেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহা .আশরাফুল ইসলাম জানান ,বিষয়টি আমাকে কেউ অবগত করেননি। এ ক্ষেত্রে আমার কোনো দায় নেই। এছাড়া দফতরি সোহাগ হাওলাদার বলেন, স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি জানেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. হাসান হাওলাদার বলেন, সোহাগকে পুলিশ ধরে নেয়ার সঙ্গে সঙ্গে আমি (টিও) স্যারকে মামলার বিষয়টি জানিয়েছি এবং ঘটনাটি শিক্ষা অফিসের সবাই জানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেলে থেকেও পুরো মাসের বেতন পেল দফতরি!

আপডেট সময় ১১:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

অর্থ আত্মসাৎ চেষ্টা মামলায় ১৫দিন জেল হাজতে থেকেও সরকারি বেতন-ভাতার পুরো অর্থ উঠিয়ে নিয়েছে এক স্কুল দফতরি। বাগেরহাটের শরখোলা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলামের যোগসাজশে ওই দফতরি এমন সুযোগ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মামলার বাদী, উপজেলার ধানসাগর ইউপির খেজুরবাড়িয়া এলাকার বাসিন্দা (অবসরপ্রাপ্ত শিক্ষক) শরীফ ফিরোজ-অর-রশিদ বলেন, তিনি অবসরে যাওয়ার পর ২০১৭ সালে একই এলাকার বাসিন্দা আ. ছালাম হাওলাদার ছেলে ও পার্শ্ববর্তী ১ নম্বর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি মো: সোহাগ হাওলাদার তার বাবা ও মাকে সঙ্গে নিয়ে একটি ফাঁকা চেকের অনুকূলে তার কাছ থেকে ১৫ লাখ টাকা নেয়। যা পরবর্তী তিন মাস পর পরিশোধ করার কথা।

কিন্তু এরইমধ্যে তিন বছর অতিবাহিত হলেও সোহাগ ওই টাকা পরিশোধ না করে তা আত্মসাতের চেষ্টা করেন। তাই টাকা উদ্ধারের জন্য তিনি তার এক পরিচিত অ্যাডভোকেটের সহায়তায় ২০১৯ সালের ১৭ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে সোহাগের বিরুদ্ধে একটি মামলা করেন।

ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে চলতি বছরের ১২মার্চ সোহাগকে আটক করে জেল হাজতে প্রেরণ করে শরণখোলা থানা পুলিশ। ওই মামলায় ১৫ দিন জেল খেটে জামিনে বের হয়ে আসেন তিনি।

অপরদিকে, রহস্যজনকভাবে চলতি বছরের মার্চ মাসের পুরো বেতন-ভাতার টাকা জনতা ব্যাংক শরণখোলা শাখায় সোহাগের হিসাব নম্বরে জমা হলে তা তুলে নেয় সোহাগ। সাবেক এক শিক্ষা কর্মকর্তা বলেন, নিয়ম অনুযায়ী ওই কর্মচারী সাময়িক বরখাস্ত হবে কিন্তু জীবন বাঁচাতে কিছু টাকা পাবেন তিনি । তবে, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা জড়িত তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না । কারণ মামলার বিষয়টি তিনি না জেনেও ওই কর্মচারীর বিলে স্বাক্ষর করতে পারেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহা .আশরাফুল ইসলাম জানান ,বিষয়টি আমাকে কেউ অবগত করেননি। এ ক্ষেত্রে আমার কোনো দায় নেই। এছাড়া দফতরি সোহাগ হাওলাদার বলেন, স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি জানেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. হাসান হাওলাদার বলেন, সোহাগকে পুলিশ ধরে নেয়ার সঙ্গে সঙ্গে আমি (টিও) স্যারকে মামলার বিষয়টি জানিয়েছি এবং ঘটনাটি শিক্ষা অফিসের সবাই জানে।