অাকাশ জাতীয় ডেস্ক:
দরকার হলে দেশের জন্য প্রয়োজন হলে প্রাণ দিব, কিন্তু পিছপা হবো না। মঙ্গলবার রাতে তাঁর এক শুভানূধ্যায়ির নিকট এভাবেই নিজের বর্তমান অবস্থা ব্যখ্যা করলেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায় নিয়ে সরকারের সাথে চলমান বিবাদের জের ধরে সরকারি চাপের কাছে নতি স্বীকার করবেন না বলে জানান তিনি। তিনি আরও বলেন, “আমার বয়স হয়ে গেছে, আর ক’দিনই বা বাঁচব। রাষ্ট্রের বিচার বিভাগের অভিবাবক হিসাবে মৃত্যুর আগে দেশের হানাহানি ও সংকটের একটা অবসান ঘটাতে চাই। ”
জাতীয় সংকট দূর করে নিজেকে ইতিহাসে স্থান করে নিতে চান বিচারপতি সিনহা। বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে তিনি সার্বোচ্চ চেষ্টা করবেন, যাতে করে বিচার বিভাগ চিরদিন তাকে মনে রাখে। ষোড়শ সংশোধনী নিয়ে চলমান সংকটে প্রধান বিচারপতির ভূমিকা বাংলাদেশের জনগনের সর্বোচ্চ সমর্থন লাভ করেছে বলে দেশী বিদেশী পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষন করেছে।
জানা গেছে, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী, কূটনীতিক, প্রশাসন, ব্যবসায়ী সমাজ এবং প্রভাবশালী দেশ সমূহ বিচারপাতি সিনহার ঐতিহাসিক ভূমিকাকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























