ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

জেমসের গানে শাকিব,পাওলি দাম; ইউটিউবে ১ কোটি শ্রোতা!

অাকাশ বিনোদন ডেস্ক:

‘তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে/ বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে’। এই গানের প্রেমে অন্ধ হয়ে শ্রোতারা সকাল-দুপুর-রাতে শুধু শুনছেন। না হলে মাত্র চার মাস হয়েছে ‘সত্তা’ ছবিটি মুক্তি পেয়েছে, এর মধ্যে ইউটিউবে মুক্তি দেওয়া গানটি এরই মধ্যে পেরিয়ে গেছে এক কোটি ভিউ! আজ পর্যন্ত এই গান শোনা হয়েছে ১ কোটি ১ লাখের বেশি বার।

গানটি গেয়েছেন জেমস। সুর করেছেন বাপ্পা মজুমদার। আর লিখেছেন সোহানী হোসেন। পশ্চিম বাংলার অভিনেত্রী পাওলি দাম ও ঢাকাই ছবির নায়ক শাকিব খানকে দেখা যায় এই গানে।
পাওলি অভিনীত কোনো ছবির এটাই প্রথম গান, যা ইউটিউবে এক কোটির বেশি বার দেখা হয়েছে। খবরটি নিশ্চিত করে ‘সত্তা’ ছবির পরিচালক হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘পাওলির সঙ্গে কথা হয়েছে। তিনি খুব উচ্ছ্বসিত। আর আমাদের লক্ষ্য ছিল একটা ভালো গান পরিবেশন করার। এক কোটির বেশি বার দেখা হয়েছে গানটা। তার মানে, মানুষ গানটা পছন্দ করেছে, এটা সেই প্রমাণ। আমরা আমাদের লক্ষ্যে সফল হয়েছি।’
তিনি জানান, এটা ‘সত্তা’র দলের জন্য অনেক বড় পাওয়া। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘সত্তা’। মুক্তি পায় এ বছরের ৭ এপ্রিল। আর গানটি মুক্তি দেওয়া হয় এর আট দিন আগে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

জেমসের গানে শাকিব,পাওলি দাম; ইউটিউবে ১ কোটি শ্রোতা!

আপডেট সময় ০৮:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

‘তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে/ বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে’। এই গানের প্রেমে অন্ধ হয়ে শ্রোতারা সকাল-দুপুর-রাতে শুধু শুনছেন। না হলে মাত্র চার মাস হয়েছে ‘সত্তা’ ছবিটি মুক্তি পেয়েছে, এর মধ্যে ইউটিউবে মুক্তি দেওয়া গানটি এরই মধ্যে পেরিয়ে গেছে এক কোটি ভিউ! আজ পর্যন্ত এই গান শোনা হয়েছে ১ কোটি ১ লাখের বেশি বার।

গানটি গেয়েছেন জেমস। সুর করেছেন বাপ্পা মজুমদার। আর লিখেছেন সোহানী হোসেন। পশ্চিম বাংলার অভিনেত্রী পাওলি দাম ও ঢাকাই ছবির নায়ক শাকিব খানকে দেখা যায় এই গানে।
পাওলি অভিনীত কোনো ছবির এটাই প্রথম গান, যা ইউটিউবে এক কোটির বেশি বার দেখা হয়েছে। খবরটি নিশ্চিত করে ‘সত্তা’ ছবির পরিচালক হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘পাওলির সঙ্গে কথা হয়েছে। তিনি খুব উচ্ছ্বসিত। আর আমাদের লক্ষ্য ছিল একটা ভালো গান পরিবেশন করার। এক কোটির বেশি বার দেখা হয়েছে গানটা। তার মানে, মানুষ গানটা পছন্দ করেছে, এটা সেই প্রমাণ। আমরা আমাদের লক্ষ্যে সফল হয়েছি।’
তিনি জানান, এটা ‘সত্তা’র দলের জন্য অনেক বড় পাওয়া। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘সত্তা’। মুক্তি পায় এ বছরের ৭ এপ্রিল। আর গানটি মুক্তি দেওয়া হয় এর আট দিন আগে।