অাকাশ নিউজ ডেস্ক:
নীলফামারীর জলঢাকা পৌর শহরে বাক প্রতিবন্ধি এক ছাত্রীকে বেধে রেখে ধর্ষণের চেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উদ্ধার। ঘটনাটি বুধবার সন্ধ্যায় পৌর শহরের ৫ নং ওয়ার্ড বগুলাগাড়ী সুইচগেট নামক এলাকায়। পুলিশ সূত্রে জানায়, দক্ষিণ কানুনির টারি এলাকার বাসিন্দা আজিজুল ইসলামের বাক প্রতিবন্ধি কন্যা জলঢাকা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী কবিতা (ছন্দ নাম)। একই এলাকার আজিজুল ইসলাম (ফেলদেওয়ার) পুত্র হাসান আলীর (২২) দোকানে সন্ধ্যায় কলম কিনতে আসে মেয়েটি। এ সময় বৃষ্টি পড়ায় এলাকায় লোকজন নাথাকার সুবাধে মেয়েটিকে সে জোরপূর্বক তার মুদীর দোকানে ঢুকিয়ে কাপড় দিয়ে হাত-পা বেধে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে মেয়েটিকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে থানা হেপাজতে পাঠান। এ সময় পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতি টের পেয়ে লম্পট হাসান আলী পালিয়ে যায়। এ ব্যাপারে ইউএনও বলেন, আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যাই। এবং মেয়েটিকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে থানা হেফাজতে পাঠান। এ ব্যাপ ারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করব প রিবারের অভিযোগ পাওয়ার পর।
আকাশ নিউজ ডেস্ক 

























