চাঁপাইনবাবগঞ্জে ২২৬ বস্তা সরকারি চালসহ দুজন আটক

0
466

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জে ২২৬ বস্তা সরকারি চালসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের জোড়াবকুলতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়।

জব্দ এসব চালের মালিক বাবুকে আটক করতে না পারলেও এ ঘটনায় জড়িত থাকার অপরাধে মেসবাউল হক ও রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। পরে এসব জব্দ চাল উদ্ধার করে নিয়ন্ত্রণে নেয় স্থানীয় প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজির সরকারি চাল দেশের বিভিন্ন জেলার ডিলারদের কাছ থেকে কিনে নিয়ে বাবু একটি ভাড়া বাড়িতে মজুদ করেছেন। এমন গোপন সংবাদে গোয়েন্দা পুলিশ দুপুরে জোড়া বকুলতলা এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে জব্দ করা হয় খাদ্য অধিদপ্তরের সরকারি ৫০ কেজি ওজনের ২২৬ বস্তা চাল। আর এ কাজে সহায়তার সময় দুজনকে আটক করা হয়। অভিযানের খবর পেয়ে চাল মালিক বাবু গা ডাকা দিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।