আকাশ জাতীয় ডেস্ক:
প্রাণঘাতী করোনা ভাইরাস ঠেকাতে ঠাকুরগাঁও জেলাকেও অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাতে জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম এ ঘোষণা দেন।
তিনি বলেন, শনিবার রাত ৯টা থেকে জেলায় লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
চার দফায় জেলার ৬৮ জনের নমুনা পরীক্ষার পর শনিবার তিনজনের করোনা ভাইরাস পজেটিভ আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে দেশের আরও বেশ কয়েকটি জেলা একই কারণে লকডাউন ঘোষণা করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 




















