ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

গুরুতর ইনজুরিতে আন্দ্রে রাসেল

আকাশ স্পোর্টস ডেস্ক:

গুরুতর ইনজুরিতে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের আগে নেটে অনুশীলনে বাউন্সারে বাঁ কাঁধে চোট পেয়েছেন তিনি। ফলে আসছে ম্যাচে তার খেলা নিয়ে শংকা তৈরি হয়েছে।

বুধবার ইডেন গার্ডেনে নাইটদের অনুশীলন চলাকালীন নেট বোলার মিনাদ মঞ্জরেকরের বাউন্সার গিয়ে আঘাত করে রাসেলের কাঁধে। আঘাত পেয়ে ব্যাট ছুড়ে ফেলে দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রায় ১০ মিনিটের মতো পড়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার। বাঁ-হাত নড়াচড়া করতেও পারছিলেন না। পরবর্তীতে ডাক্তার এসে তাকে ড্রেসিংরুমে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে সতীর্থ কার্লোস ব্র্যাথওয়েট ও রবিন উথাপ্পার কাঁধে ভর দিয়ে সেখানে যান এই ক্যারিবীয়ান।

সূত্র জানিয়েছে, ড্রেসিংরুমে ফেরার পর পরই আইসপ্যাক দিয়ে রাসেলের ব্যথা কমানোর চেষ্টা করা হয়েছে। তবে তাতে কোনো লাভ হয়নি। প্রস্তুতি সেরে দল বেরিয়ে যাওয়ার সময় অন্য গাড়িতে করে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার এক্স-রে করা হয়। সেই রিপোর্ট এখনো হাতে এসে পৌঁছায়নি।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এখন বিশ্রামে আছেন রাসেল। তবে এদিন কোহলিদের বিপক্ষে তিনি খেলবেন কিনা তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কেকেআর শিবির।

অবশ্য রাইডার্সরা আশাবাদী, ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন রাসেল। তাদের প্রধান নির্বাহী বেঙ্কি মাইসোর জানিয়েছেন, ক্যারিবীয়ান তারকার সেরকম কিছুই হয়নি। সময় পেলেই ঠিক হয়ে যাবে। উল্লেখ্য, চলতি মৌসুমে এর আগেও একই জায়গায় চোট পান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুরুতর ইনজুরিতে আন্দ্রে রাসেল

আপডেট সময় ০২:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯

আকাশ স্পোর্টস ডেস্ক:

গুরুতর ইনজুরিতে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের আগে নেটে অনুশীলনে বাউন্সারে বাঁ কাঁধে চোট পেয়েছেন তিনি। ফলে আসছে ম্যাচে তার খেলা নিয়ে শংকা তৈরি হয়েছে।

বুধবার ইডেন গার্ডেনে নাইটদের অনুশীলন চলাকালীন নেট বোলার মিনাদ মঞ্জরেকরের বাউন্সার গিয়ে আঘাত করে রাসেলের কাঁধে। আঘাত পেয়ে ব্যাট ছুড়ে ফেলে দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রায় ১০ মিনিটের মতো পড়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার। বাঁ-হাত নড়াচড়া করতেও পারছিলেন না। পরবর্তীতে ডাক্তার এসে তাকে ড্রেসিংরুমে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে সতীর্থ কার্লোস ব্র্যাথওয়েট ও রবিন উথাপ্পার কাঁধে ভর দিয়ে সেখানে যান এই ক্যারিবীয়ান।

সূত্র জানিয়েছে, ড্রেসিংরুমে ফেরার পর পরই আইসপ্যাক দিয়ে রাসেলের ব্যথা কমানোর চেষ্টা করা হয়েছে। তবে তাতে কোনো লাভ হয়নি। প্রস্তুতি সেরে দল বেরিয়ে যাওয়ার সময় অন্য গাড়িতে করে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার এক্স-রে করা হয়। সেই রিপোর্ট এখনো হাতে এসে পৌঁছায়নি।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এখন বিশ্রামে আছেন রাসেল। তবে এদিন কোহলিদের বিপক্ষে তিনি খেলবেন কিনা তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কেকেআর শিবির।

অবশ্য রাইডার্সরা আশাবাদী, ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন রাসেল। তাদের প্রধান নির্বাহী বেঙ্কি মাইসোর জানিয়েছেন, ক্যারিবীয়ান তারকার সেরকম কিছুই হয়নি। সময় পেলেই ঠিক হয়ে যাবে। উল্লেখ্য, চলতি মৌসুমে এর আগেও একই জায়গায় চোট পান তিনি।