ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

‘বুড়িয়ে’ যাচ্ছেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

টেস্টে সাফল্য ধরা দিচ্ছিল না। অবশেষে সাফল্য আসতে শুরু করেছে। সবশেষ দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। স্বভাবতই আনন্দে আটখানা টাইগাররা ক্রিকেটাররা। উচ্ছ্বসিত সাকিব আল হাসানও। তবু কষ্ট পাচ্ছেন তিনি। কষ্টটা কিসের? স্বাগতিক কাপ্তান বললেন, বয়স হয়ে যাচ্ছে।

ঢাকা টেস্টে ক্যারিবীয়দের ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দলকে ইনিংস ব্যবধানে হারিয়েছে স্টিভ রোডসের শিষ্যরা। অসংখ্য রেকর্ডও হয়েছে।

সাকিব বলেন, দেশের ক্রিকেট এখন মূল ট্র্যাকে আছে। টেস্টেও এখন নিয়মিত সাফল্য আসবে। এ টেস্টে জিতে আমি ভীষণ মজা পেয়েছি। আসলে লংগার ভার্সনে জিতলে যে মজা পাওয়া যায়, অন্য ফরম্যাটে সেটা পাওয়া যায় না। টেস্ট ম্যাচের আগে একটু নার্ভাস লাগলেও জিতে গেলে আরাম লাগে। এতে জেতার আনন্দটাই আলাদা।

সাকিবের বর্তমান বয়স ৩১। টেস্টে বাংলাদেশ যখন মূল স্রোতে, তখন এ বয়সটা কিছুটা হলেও বুড়িয়ে যাওয়ার আভাস দেয়। হয়তো সেই কারণেই একটু চিন্তিত তিনি। তাই রসিকতা করে বলতে ভুললেন না_ বয়স হয়ে যাচ্ছে। এখন পাঁচদিন খেলার আগে চিন্তা গ্রাস করে। শুরুর আগে অনেক টেনশন হয়। তবে যখন খেলা শুরু করি, ব্যাটিংয়ে রান কিংবা বোলিংয়ে ভালো করি; তখন তা দূর হয়ে যায়। এতে জিতলে ওয়ানডে, টি-টোয়েন্টির চেয়ে বেশি আরাম লাগে।

চলতি বছরের জুলাইয়ে উইন্ডিজ সফরে গিয়ে টেস্ট সিরিজে চরম ভরাডুবি ঘটে বাংলাদেশের। দুই ম্যাচই তিন দিনে হারে সাকিব-মুশফিকরা। এবার নিজেদের দূর্গে সমানসংখ্যক টেস্টের সিরিজে দ্বীপসমূহের দলটিকে একইভাবে হারিয়ে বদলা নিল টাইগাররা।

প্রতিশোধ নেয়া হল কি না? বুদ্ধিদীপ্ত উত্তর দেন সাকিব, এটাকে ঠিক জবাব দেয়া বলব না। তবে দেশের মাটিতে এটি ছিল নিজেদের সামর্থ্য প্রমাণের সিরিজ। আমরা সেটা পেরেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

‘বুড়িয়ে’ যাচ্ছেন সাকিব

আপডেট সময় ০২:০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

টেস্টে সাফল্য ধরা দিচ্ছিল না। অবশেষে সাফল্য আসতে শুরু করেছে। সবশেষ দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। স্বভাবতই আনন্দে আটখানা টাইগাররা ক্রিকেটাররা। উচ্ছ্বসিত সাকিব আল হাসানও। তবু কষ্ট পাচ্ছেন তিনি। কষ্টটা কিসের? স্বাগতিক কাপ্তান বললেন, বয়স হয়ে যাচ্ছে।

ঢাকা টেস্টে ক্যারিবীয়দের ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দলকে ইনিংস ব্যবধানে হারিয়েছে স্টিভ রোডসের শিষ্যরা। অসংখ্য রেকর্ডও হয়েছে।

সাকিব বলেন, দেশের ক্রিকেট এখন মূল ট্র্যাকে আছে। টেস্টেও এখন নিয়মিত সাফল্য আসবে। এ টেস্টে জিতে আমি ভীষণ মজা পেয়েছি। আসলে লংগার ভার্সনে জিতলে যে মজা পাওয়া যায়, অন্য ফরম্যাটে সেটা পাওয়া যায় না। টেস্ট ম্যাচের আগে একটু নার্ভাস লাগলেও জিতে গেলে আরাম লাগে। এতে জেতার আনন্দটাই আলাদা।

সাকিবের বর্তমান বয়স ৩১। টেস্টে বাংলাদেশ যখন মূল স্রোতে, তখন এ বয়সটা কিছুটা হলেও বুড়িয়ে যাওয়ার আভাস দেয়। হয়তো সেই কারণেই একটু চিন্তিত তিনি। তাই রসিকতা করে বলতে ভুললেন না_ বয়স হয়ে যাচ্ছে। এখন পাঁচদিন খেলার আগে চিন্তা গ্রাস করে। শুরুর আগে অনেক টেনশন হয়। তবে যখন খেলা শুরু করি, ব্যাটিংয়ে রান কিংবা বোলিংয়ে ভালো করি; তখন তা দূর হয়ে যায়। এতে জিতলে ওয়ানডে, টি-টোয়েন্টির চেয়ে বেশি আরাম লাগে।

চলতি বছরের জুলাইয়ে উইন্ডিজ সফরে গিয়ে টেস্ট সিরিজে চরম ভরাডুবি ঘটে বাংলাদেশের। দুই ম্যাচই তিন দিনে হারে সাকিব-মুশফিকরা। এবার নিজেদের দূর্গে সমানসংখ্যক টেস্টের সিরিজে দ্বীপসমূহের দলটিকে একইভাবে হারিয়ে বদলা নিল টাইগাররা।

প্রতিশোধ নেয়া হল কি না? বুদ্ধিদীপ্ত উত্তর দেন সাকিব, এটাকে ঠিক জবাব দেয়া বলব না। তবে দেশের মাটিতে এটি ছিল নিজেদের সামর্থ্য প্রমাণের সিরিজ। আমরা সেটা পেরেছি।