আকাশ নিউজ ডেস্ক:
ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, লিচেনস্টাইন, ইতালি, গ্রীস এবং মিশরের মধ্য দিয়ে প্রায় ৬ সপ্তাহ সময়ের ব্যবধানে ২ হাজার মাইল পথ পাড়ি দিয়ে ব্রিটিশ মুসলমানরা সৌদি আরবের পবিত্র মদিনা মুনাওয়ারায় পৌঁছেছেন। তাদের যাত্রার শেষ ধাপটি ছিল অত্যন্ত কঠিন। কারণ মিসর এবং সৌদি আরবের মরুভূমি তীব্র গরম ও উত্তপ্ত আবহাওয়ার মধ্য দিয়ে তাদেরকে পাড়ি দিতে হয়েছিল।
কিন্তু যখনই তারা মদিনার মসজিদে নববি ও সবুজ গম্বুজ দিকে তাদের দৃষ্টি পড়ে তখনই তাদের দীর্ঘ পথ পাড়ি দেয়ার ব্যথা ও যন্ত্রণা ঘুচে যায়। রাইডারা আনন্দে কেঁদে ওঠে। রাইডারদের একজন, দবির উদ্দিন। তিনি হজ রাইড পৃষ্ঠায় ফেসবুকে লাইভ হয়ে তিনি মসজিদে নববির গেট দিয়ে সাইক্লিং করেন। তারা যখন মদিনা মুনাওয়ারায় এসে পৌছেন, সেখানে উপস্থিত জিয়ারতকারীরা তাদের স্বাগত জানান। আবেগে ও ভালবাসায় জড়িয়ে ধরেন।
ব্রিটিশ সাইক্লিংগ্রুপ যখন সৌদিতে প্রবেশ করেন, তখন সৌদির স্থানীয় সাইক্লিং গ্রুপ এবং তাইবা সাইক্লিস্টরা তাদের সব সৌদিতে চলাচলের সব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সাহায্য করেন। ৮ ব্রিটিশ সাইক্লিস্টদের একজন হলেন মোহাম্মদ এহসান। তিনি বলেন, ‘সাইকেলে মদিনায় আসার অনুভূতি শব্দে বর্ণনা করার নয়।’ ২ হাজার কিলো পথ পাড়ি দিয়ে আসা ৮ ব্রিটিশ সাইক্লিস্ট হজযাত্রীরা মদিনা জিয়ারত শেষে মক্কার উদ্দেশে রওয়ানা হবে।
আশা করা যায়, আল্লাহ তাআলা এ কষ্টের বিনিময় তাদের হজ কবুল করবেন। এবং এটি হবে একটি গ্রহণযোগ্য হজ।
আকাশ নিউজ ডেস্ক 

























