আকাশ আইসিটি ডেস্ক:
বাংলাদেশে প্রথমবারের মতো ঘরে বসে সুবিধাজনক উপায়ে পছন্দের প্রপার্টি দেখার সুবিধা চালু করেছে দেশের সবচেয়ে বড় আবাসনবিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম বিপ্রপার্টি ডটকম (http://www.bproperty.com)।
বিপ্রপার্টি ডটকম দেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট মার্কেটপ্লেস, যেখানে বিক্রি বা ভাড়ার জন্য বর্তমানে ২০ হাজার প্রপার্টির তথ্য দেয়া আছে।
ক্রেতা ও বিক্রেতাকে তাদের জমি বা প্রপার্টি ক্রয় বা বিক্রয়ে উন্নত সেবা দিতে বিপ্রপার্টি ডটকম রিয়েল এস্টেটের বিভিন্ন অপশন ভার্চুয়ালি দেখানোর এ নতুন সেবা চালু করেছে।
এ সেবার মাধ্যমে সময়োপযোগী ও সঠিক তথ্য সরবরাহ করে রিয়েল এস্টেট খাতে ক্রেতা-বিক্রেতা উভয়ের মাঝে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ করছে বিপ্রপার্টি ডটকম।
পাশাপাশি প্রতিষ্ঠানটি খুব সহজেই প্রপার্টি ক্রয়-বিক্রয়ে বিভিন্ন চ্যালেঞ্জ বা সমস্যার সমাধান করে, যেসব সমস্যা অদক্ষতার কারণে এ দেশে দীর্ঘদিন ধরে চলে আসছে।
আর এসব সমস্যা সমাধানে সর্বশেষ ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) যোগ করার মাধ্যমে বিপ্রপার্টি ডটকম তাদের সেবার আওতা আরও বাড়াল। এ সেবার মাধ্যমে জমি বা প্রপার্টির মালিক ও ক্রেতাদের একই প্ল্যাটফর্মে আনা সম্ভব হবে।
বাংলাদেশে প্রথমবারের মতো চালু করল ‘৩৬০-ডিগ্রি ভার্চুয়াল ট্যুর’-এর সুবিধা চালুর মাধ্যমে আগ্রহী ক্রেতারা দূর থেকে কিংবা যে কোনো জায়গা থেকেই পছন্দের প্রপার্টিতে ভার্চুয়ালি ঘুরে দেখতে পারবেন।
এই সেবা সময়, শক্তি ও অর্থ বাঁচাবে এবং প্রতিটি প্রপার্টিতে সশরীরে ভিজিট করার প্রয়োজন হবে না।
এ ছাড়া প্রপার্টি বিক্রেতারাও তাদের প্রপার্টিগুলো উপযুক্ত ক্রেতাদের কাছে আরও সুন্দর করে উপস্থাপন করতে পারবেন।
আকাশ নিউজ ডেস্ক 
























