আকাশ স্পোর্টস ডেস্ক:
আবদুল হালিমের পর এবার বল নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মাসুদ রানা। বল মাথায় নিয়ে সাঁতার কেটে দ্রুততম সময়ে (৪৪.৯৫ সেকেন্ডে) ৫০ মিটার অতিক্রম করে মাসুদ রানা এই রেকর্ড গড়েন।
শুক্রবার বিকেলে গিনেস বুক কর্তৃপক্ষ তার রেকর্ডের স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতির প্রমাণস্বরূপ তাকে একটি স্যাম্পল সার্টিফিটেকও প্রদান করেছে।
গেল ২ আগস্ট মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে বল মাথায় নিয়ে সাঁতার কেটে দ্রুততম সময়ে ৫০ মিটার অতিক্রম করেন মাসুদ রানা।
গিনেস বুক কর্তৃপক্ষ ৫০ মিটার অতিক্রম করে এই রেকর্ড গড়তে মাসুদ রানাকে ৯০ সেকেন্ড সময় বেঁধে দিয়েছিল। সেটা মাসুদ রানা মাত্র ৪৪.৯৫ সেকেন্ডে অতিক্রম করেন। এই রেকর্ড গড়তে তাকে সহায়তা করেছে ওয়ালটন।
আকাশ নিউজ ডেস্ক 

























