আকাশ বিনোদন ডেস্ক:
সঙ্গীতপ্রিয় মানুষ শুভ। পড়াশোনা শেষে গানের নেশাকেই পেশা হিসেবে নেবে বলে ঠিক করেছে।
শিল্প মন সদা জাগ্রত থাকলেও তার জীবনে কেউ আসতে চেয়েও পারেনি। একদিন বিকালে শুভর সঙ্গে বৃষ্টি নামে এক মেয়ের সঙ্গে পরিচয় হয়। সেই থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এমন গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে একক নাট ‘অপরিচিতা তুমি’।
রিফাত আদনান পাপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। নাটকটিতে শুভ চরিত্রে অপূর্ব ও বৃষ্টি চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘খুবই সুন্দর গল্পের একটি নাটক। আশা করি দর্শকদেরও নাটকটি ভালো লাগবে।’
তাসনুভা তিশা বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয়ের প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছি। অনেক সহযোগিতাপরায়ণ তিনি। আমি নাটকটি নিয়ে খুবই আশাবাদী।’
নাটকটি ২২ নভেম্বর রাত ১০টায় এশিয়ান টিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানান।
আকাশ নিউজ ডেস্ক 

























